পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৯ ) নিতান্ত পতিত কমলাকান্ত, নিবেদন করে চরণোপান্ত, আমার মন অশাস্ত বিষয় ভ্রান্ত, হেরি কৃতান্ত ভয় না করে। ৮২ ৷ রামপ্রসাদি হুর। তাল একতালা । র্তেই শু্যামারূপ ভাল বাসি, কালি ! জগমনৃ মোহিনী এলোকেশী । তোমায় সবাই বলে কালো কালী, আমি দেখি অকলঙ্ক শণী ॥ " বিষম বিষয়ানলে মা ! দহে তনু দিবা নিশি । যখন শু্যামার রূপ অন্তরে জাগে, আনন্দ সাগরে ভাসি ॥ মনের তিমির খণ্ড খণ্ড করে, মায়ের করে অসি । মায়ে বদন শশী, মধুর হাসি, সুধা ক্ষরে রাশি রাশি । কমলাকাস্তের মন, নহে অন্য অভিলাষি। আমার খামা মায়ের যুগল পদে, গয়া গঙ্গা বারাণসী ॥ ৮৩ ! রামপ্রসাদি সুর । उान একতালা । আর কিছু নাই খাম| তোমার, কেবল দুট চরণ রাঙ্গ । শুনি তাও নিয়াছেন ত্রিপুরারি, অতেব হইলাম সাহস ভাঙ্গণ ৷ জ্ঞাতি বন্ধু সুত দারা, সুখের সময় সবাই তারা, কিন্তু বিপদকালে কেউ কোথা নাই, ঘর বাড়ী ওড়, গায়ের ডাঙ্গা ! নিজ গুণে যদি রাধ, করুণা নয়নে দ্যাখো, নইলে জপ করি ৰে তোমায় পাওয়া, সে সব কথা ভূতের সাঙ্গা ! কমলাকাস্তের কথা, মারে বলি মনের ব্যথা, আমার জপের মালা, কুলি কঁথা, জপের ঘরে রইল ঠাঙ্গ ॥ ৮৪ ৷

  • রামপ্রসাদি স্বর। তাল একতাত ।

তোমার গলে জবা ফুলের মালা, কে দিয়াছে তোমার গলে। স্বত সমর পথে, নেচে যেতে, রয়ে রয়ে রয়ে দুলে।