( 3.2 ) রণতরঙ্গ প্রথম সঙ্গ, চিকুর আলায়ে উলঙ্গ, কি কারণে লাজ ভঙ্গ, শিব তব পদতলে । অভয় বরদ সব্য হস্ত, বাম করে শিরসি অস্ত্র, দেখে সুরক্ষণ হয়ে ব্যস্ত, রক্ষ রক্ষ রক্ষ বলে । মুকুট গগণে স্কোর বরণ, খল খল হাসি তিমির হরণ, কমলাকাত্ত সতত মগন, ঐচরণ কমলে ॥ ৮৫ । ২২,০7চ রামপ্রসাদি স্বর। তাল একতালা । তোমার ভাল চিন্তা সদ, করিগো ! তোমার নিকটে । দুঃখে যাক সুখে যাক জেনেছি, যে আছে লিখন ললাটে । বারে বারে ভ্রমণ করি, মা ! আমার এই কৰ্ম্ম বটে। কিন্তু দীন দেখে যদি দয়া কর, তবে দীন দয়াময়ী নামট রটে। আমার বাপের শীল হৈলে মা ! তোমার বাপের নিন্দা ছোটে । তোমার বাপের স্বভাব হৈলে মা ! উভয় কুলে বিপদ ঘটে । কমলাকাস্ত হাটের হেটে, হাট সইছে বেড়াই হাটে । তুমি যদি করিবে না পার তবে কেন, নৌকাখানি লইয়ে স্বাটে ॥ ৮৬ * রামপ্রসাদি স্থর । তাল একতাল।। জানিগো ! দারুণ শমনে, যাবনা মা ! তার ভবনে । তারে দিয়াছ বিষয় পেয়েছে এখন, তোমার,দোহাই মানে না মানে ॥ * হে মা ! আমি জানি নিজ কৰ্ম্ম কৰ্ম্ম, বিশেষে কৰ্ম্মফল সে জানে। তোমার যা হয় উচিত, কর মা বিহিত, আপন সম্মুখে আপন গুণে । লঘু দোষে করে অধিক দণ্ড, অন্যথা কে করে তিভুববনে । , সে তোমার বল পেয়েছে এখন, দীনের কথা শুনিবে কেনে । হুজুরে বিচার হলে একবার, নাহি মানি তার পদাতিগণে । যেন, কমলাকাস্ত বলে কৃতান্ত, স্বপনে কখন না করে মনে ॥ ৮৭
পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।