( لام ) রাগিণী খাম্বাজ। তাল ঠুরি। আচার বিচার নিত্য নয়। যে সাধকের দাঢ্য ভাব, সে সত্য ময় ॥ দেখ এক বস্ত নানামত, সে পঞ্চ তত্ত্বে অনুগত, যাহাতে উপজে পুনঃ, তাহাতেই প্রলয় ॥ ধ্যান স্থির যে জনার, সেই ব্যক্তি সদাচার, সে ব্রহ্মরূপ ভাবিয়ে, আনে ব্রহ্মময়। কমলাকাস্তের চিত, তটেতে তরণী পাত, নানা দেশ ভ্ৰমণ, কেবল দুঃখ চয় ॥ ৮৮ ৷ রামপ্রসাদি সুর। তাল একতাল ॥ মন ! চল শু্যামা মার নিকটে, মা মোর অগতির গতি বটে। যার ষে বাসনা, মনেরি কামনা, সেখানে সকলই ঘটে । অল্প পুণ্য ভরা, সাজিয়ে পশরা এনেছো ভবের হাটে । ষার কর উপায়, পাচে সে মেলি খায়, কলঙ্ক তোমারই রটে । কার রাজ্য লয়ে, আনন্দিত হয়ে, রাজত্ব কররে পাটে । আছে একজন, লইতে খাজনা, জমি যে বিকাবে লাটে । কমলাকান্ত কি ভাবনা ভাব, দাড়ায়ে নদীর তটে । দেখ দুকুল পাথার, নাজান সাতার, তরণী নাই যে ঘাটে ॥৮১ ৷ 曾 p রামপ্রসাদী স্থর। তাল একতালা । তুমি মিছা ভ্রমণ করে নারে, মন-তুরঙ্গ ! পথে চল। তুমি সুকৃতি সুমন্ত্রী বট, কুমন্ত্রণায় কেন ভোল । তুমি ষে শুনেছ ভাই! ভোগ মোক্ষ এক ঠাই; যার গাছ হলো না ফল পাবে কি, সৈ সব আশা শিকায় তোল ॥ দেখিয়ে না দেখ দিটে, বিপক্ষ চড়েছে পীঠে ; তোমার রথী সে সারথি হারা, কি শঙ্কট ঘটবে বল ॥
পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।