পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७२ ) কমলাকাস্তের মন, তুমি পরের বশে মর কেন, কালীনাম ব্রহ্ম তীক্ষ্ণ জন্ত্রে, মায়ার লাগাম কেটে ফেল ॥ ১• u রামপ্রসাদি সুর। তাল একতালা । মন! ভ্ৰমে ভুলেছে কেনে, তুমি নানা শাস্ত্র আলাপনে। ঐনাথ দত্ত প্রধান তত্ত্ব, দাঢ্য কর সেই চরণে ॥ যখন যারে ব্রন্ধ বল, সেই ব্ৰহ্ম সেই পুরাণে । তোমার দ্বৈত ভাবে দিবস গ্যালো, চিদানন্দ রয় কেমনে। তন্ন তন্ন করি মোলে, কি পেলে ছয় দরশনে । ভূমি বিদ্যা অবিদ্যারে জান, মহাবিদ্যা আরাধনে । কমলাকাস্ত কালীর তত্ত্ব, অনুমানে কেবা জানে । বার আদি অস্ত মধ্য নাই, সে নানা মূৰ্ত্তি নানা স্থানে ॥ ১১ ৷ রাগিণী নট বেলোয়াল । তাল টিম তেতালা । আমার মন । ভুল না, মন ভুল’ন লোকেরই কথায়। ওরে! অনিত্য সংসার, নিত্যভাব শুrামা মায় ॥ কে বলে মা নিদ্রা গেছে, নিদ্রার কি নিদ্রা আছে ; ষে নিজে অচৈতন্য, অচৈতন্য ভাবে তায় ॥ যুগাচারি ষে জন হয়, তার কাছে ক্লি কলির ভয় ; সত্য আদি চারি যুগ, বান্ধী রাঙ্গা পূয় ৷ কমলাকাস্তের মন! ত্যজ অন্য আলাপন ; তুমি আপন মুখে আপনি মজ, কারে কে স্বধায় ॥ ১২। রামপ্রসাদি স্বর। তাল একতাল। পরের কথাক্ষ আর কি ভুলি। • কত ভ্ৰমিয়া দেশ, পেয়েছি শেষ, যা কর দক্ষিণা কালি ।