পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( వీరి ) খত ইতি নাম, আদি শিব রাম, সকলের কর্তা মুণ্ডমালী। " মায়ের চরণ কমল, অতি নিৱমল, মন! গিয়ে তায় হওনা অগি । কালীনাম সুধাপান কর রে মন ! নাচ গাও দিয়া করতালি । নীল শশধর করেছে আলো, মহানিশি প্রায় হয়েছে কলি । ত্যজিয়ে বসন, বিভূতি ভূষণ, মাথায় লও কালীনামের ডাৰি । কমল বলে দেখ দেখি মন কত হুখে সুখী হলি ॥১৩ রাগিণী সিন্ধুকাফি। তাল টিম তেতাল । আপনারে আপনি দেখ, যেওনা মন । কারু স্বরে । বা চাবে এই খানে পাবে, খোজ নিজ অন্তঃপুরে। পরম ধন পরশ মণি, যে অসংখ্য ধন দিতে পারে । এমন কত মণি পড়ে আছে, চিন্তামণির নাচ চুয়ারে । , তীর্থ গমন দুঃখ ভ্রমণ, মন! উচাটন হয়ে নারে । । তুমি আনন্দ ত্রিবেণীর স্বানে, শীতল হও না মূলাধারে । কি দেখ কমলাকাস্ত, মিছে বাজি এ সংসারে । ওরে! বাজিকরে চিন্‌লে না সে,তোমার ঘটেবিরাজ করে ॥১৪ ॥ রাগিণী সিন্ধু। তাল টিম তেতাল । মন! ভেবেছ কপট ভক্তি করে, খাম মারে পাবে। o এ ছেলের হাতের লড়ি নয়, যে ভোগ দিয়ে কেড়ে বাবে । শাত গেয়ে আর মামদে বাজি, কেবা কারে ফাকি দেবে । সে কড়ার কড়া তন্ত কড়া, আপনার গও বুকে লৰে ॥ অইন সুরত গঙ্গাজলি, করেছ সাবধান হবে । । তুমি মষ্ট্রে মষ্ট্রে মুখ মুছে খাও, একথা কি জানৃতে রৰে । কমলাকাস্তের মন! এখন কি উপায় করিবে । কালীনাম লও সত্বর হও, নামের গুণে তোরে ধীৰে ॥ ৯৫ ৷ کا نام جهيمي چاپ