পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( tט ) রাগিণী বিভাল। তাল একতাল। । , এছার দেহের কি ভরসা ভাই! আরে মন! তোরে আমি সুধাই তাই । তুমি কি বুঝিতে পার, দেহ কখন আছে কখন নাই । তোমায় আমায় ঐক্য হোস্থে, রসনারে সঙ্গে লয়ে ; দেহ ঘদিন আছে তদিন রোয়ে, সুখে খামার গুণ গাই। ধৰ্ম্মাধৰ্ম্ম দুটা পাখি, তারা কেবল মাত্র আছে সাক্ষি ; এসো কামাদিরে দিয়ে ফাকি, কল্পতরুর মুলে যাই। কমলাকাস্তের ভাষা, মন! পূর্ণ কর আমার আশা ; এসো বিশ্বময়ীর নাম লৈয়ে, বিশ্বনাথে বিষয় পাই ॥১১ ॥ রাগিণী সুরট মল্লার। তাল একতাল।। তুধের বাসনা করোন । কদিন । ত্যজি অন্য ফল, কালী কালী বল, মানব জনম দিন । পাবে ব্ৰহ্মপদ, অক্ষয় সম্পদ, স্মরণ করিবে এদীন। স্কৃষ্টি স্থিতি লয়, যা হইতে হয়, সে হবে তোমার অধীন। যখন যেমন, বিধির লিখন, সেইরূপে যাবে সেদিন । ভাবিলে বিষাদ, ঘটবে প্রমাদ, কালী না বলিবে যেদিন । কমলাকান্ত, হইয়ে ভ্রান্ত, ভুলেছ নমাস নদিন । বারে বারে আসি, খ রাশি রাশি, যাতন সবে কত নিp•• রাগিণী মুলতান। তাল টিম তেতালা । কি হইল মোৰ অন্তরে কালে কামিনী। আমারে বুৰঞ্চ ওরে মন! তুমিও যে ভুলেছ হেরিয়ে ভামিনী । না ভাবিতে মাপনি ভাবিত কর, হৃদি মাঝে নিৰস দিবস বামিনী ।