পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७१ ) , অপর্ণ অপরাজিত, অন্নদা অস্বিকা সীতা, অসিত অভয়া নিত্যানন্দ দায়িনী । বৃন্দাবন রস রসিক বিলাসিনী, ব্যাস ভাষ খলু রাস প্রকাশিনী, কমলাকান্ত হৃদি কমলে, তিমির হর বরজ রমণী ॥ ১০৪ ৷ রাগিণী জোয়ান্‌ পুরীয়া টোড়ী। তাল আড়া চৌতাল । তুমি যে আমার, নয়নের নয়ন, মনেরি মন, প্রাণের প্রাণ, তামা ! এ দেহের দেহী, জীবনের জীবন ॥ ধৰ্ম্মার্থ কাম মোক্ষ পর ধাম প্রাপ্তি গতি, অগতির কারণের কারণ। কমলাকান্ত কুলকান্ত, প্রবল কৃতান্ত ভব তারণ ॥ ১০৫ ॥ রাগিণী ভেটিয়ারি। তাল ঠুংরী। কেমন বেশ ধরেছ, জননি। হর উরোপরে উলঙ্গ মোহিনী, মা ! অসব আনন্দদ্রদে মগন হয়েছ, গো মা ! ॥ চামরা গঞ্জিত কেশ, আলুয়ে দিয়েছ । নব জল-ধর কায়, রুধিরে ঢেকেছ ॥ আপনার রঙ্গরসে, আপনি মজেছ । নর-কর শিরোহার, ভূষণ করেছ। ভুত প্রেত দান *সেনা সঙ্গেতে লয়েছ । কমলাকাস্তেরে কেন, পাসরে রয়েছ, গো মা ! ॥ ১০৬ ৷ রামুপ্ৰসাদি স্বর। তাল একতাল।। যেমন কলি তেমনি উপায়, কালীনামের জোর ডস্ক, বাজেরে । তারানামের বলে, যে জন চলে, সে কারে করে শঙ্কা ॥