পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( אס ) উঠেছিল বিষয় তরু, মা ! ভাঙ্গিলে অম্বুর। এখন নিতান্ত ভরসা হলো, চিন্তামণি পুর। কালী নামামৃত ফল, মা ! শীতল মধুর। আমায় কয়ে দিলে এমন্ত্রণা, মাথার ঠাকুর ॥ কমলাকাস্তের পাটা মা ! দাখিল হজুর। দেখে ভয়ে পলাইল, কুতাস্ত মজুর ॥ ১১০ ৷ রামপ্রসাদি সুর । তাল একতালা । কালি! সব ঘূচালি লেঠা। শ্ৰীনাথের লিখন আছে যেমন, রাখবি কিনা রাখবি সেটা। তোমার যারে কুপা হয় তার, স্বষ্টি ছাড়া রূপের ছটা । তার কাটতে কৌপিন যোড়ে না, গায়ে ছাই আর মাথায় জটা ॥ শ্মশান পেলে সুখে ভাস, তুচ্ছ বাস মণি কোঠা। আপনি যেমন ঠাকুর তেমন, ঘুচ লনা তার সিদ্ধি ঘোটা। দুঃখে রাখ সুখে রাখ, কবৃবো কি আর দিয়ে খোট।। আমি দাগ দিয়ে পরেছি আর পছতে কি পারি সাধের ফোট । জগত জুড়ে নাম দিয়াছ, কমলাকান্ত কালীর বেটা। এখন মায়ে পোয়ে কেমন ব্যাভার, ইহার মৰ্ম্ম জানবে কেট ॥১১১ রাগিণী সিন্ধু। তাল ঢিমাতেতালা ॥ শুকৃন তরু মুঞ্জরে না, ভয় লাগে মা ! ভাঙ্গে পাছে। তরু পবন বলে সদাই দোলে, প্রাণ র্কাপে মা ! থাকৃতে গাছে ॥ বড় আশা ছিল মনে, ফল পাব মা এই তরুতে । উরু মুঞ্জরেন। তুকায় শাখা, ছটা আগুণ বিগুণ আছে। কমলাকান্তের কাছে, ইহার একটা উপায় আছে । জন্মজরা श्रृंइत्व, তারা নামে ছে চলে বাছে ॥ ১১২ ৷