পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8२ ) তুমি কর যার ভরসা, সেতো বড় কঠিন আশা ; সেথা ব্ৰহ্ম বিষ্ণু মহেশ্বর, যার, মাথায় করে খাটরে বাবা। সে যা বলে তাই হয়, সে কথা অন্যথা নয় ; সেথা কেউ শুনে না কারু কথা, কালা কালীর হাটরে বাবা । কমলাকাস্তের কাছে, ইহার একটা উপায় আছে ; কালী নাম লইয়ে যে ধাম চলে, তার শমন ছাড়ে বাটরে বাবা ৷৷ ১১৮ ৷৷ রাগিণী ইমন। তাল জলদ তেতালা । কেন মিছে ভ্ৰমে ভুলে রৈলি, মন রে !! আপনার আপনার কর, কে তোমার কার তুমি ॥ নলিনী দলগত নীৱ সম জীবন, না জানি কি হইবে কখন ॥ স্বজন পালন লয়, সাধিলে সকলই হয়, সে ফল ত্যজিয়ে কেন, বিফলে ভ্রমণ । পুরাকৃত পুণ্য, জন্য ফল মানব, এতমু মজালে অকারণ ॥ যাহার লাগিয়ে কত, করেছ কঠিন ব্রত, পেয়ে সে পরম নিধি, না কর যতন । কমলাকান্ত ভ্রান্তি বশ হইয়ে, বুঝি হেলায় হারাবি হ্যামাধন ॥ ১১৯ ৷ রাগিণী গাওরা । তাল তিওট । সুগমৃ সাধন্‌ বলি তোরে, ওরে! আমার মূঢ় মন । সাধরে। যখন বাহাতে সুখে থাক, মন! তাতেই ভাব মারে ॥ যদি না থাকিতে পার, মন! চিন্তামণি পুরে । চরাচরে শ্রাম মা মোর, সকলে সঞ্চরে। স্থলে অনলে শূন্যে আছে, মা মোর, সলিলে সমীরে । ব্ৰহ্মাও রূপিণী শুrামা, মারে জাননারে ॥ , • ঘটে আছে পটে আছে, মা মোর সকল শরীরে। কামিনীর কটাক্ষে আছে, তেঁই জগতের মনৃ হার ॥