পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8w ) , কমলাকাস্তের মন ! ভয় করেছ কারে। বিরিঞ্চি বাঞ্ছিত নিধি, ঘটেছে তোমারে ॥ ১২০ ॥ রাগিণী ভৈরবী । তাল একতালা । শিব উরে বিহরে শু্যামা সমরে । মরি বাম করে ধরে অসিবরে, বিগলিত চিকুরে, রে ॥ নৃতুন জলধর রূপ ধরে, কত সুধাকরে উদয় করে, পদ নধরে। কমলাকাস্তের হৃদি কমলবরে, তিমির হরে ॥ ১২১ ৷ রাগিণী খট্‌ কালাংড়া। তাল পোস্ত । কে রে ; পাগলীর বেশে, দিগবাসে, কার রমণী । চিকুর আলুয়েছে, হইয়াছে বিবসনী ॥ নর কর কোমরে, বাম করে অসি ধরে ; দশনে চমকিত, লোল রসন বদনী ॥ ও বিধুবদনে হাসি, সুধাক্ষরে রাশি রাশি ; ঐ বেশে নিস্তারিবে, কমলেরে গো জননি! ॥ ১২২ ৷ রাগিণী স্থর মল্লার। তাল একতাল।। সমরে বিহরে, রে কার বাম ৰিপু নাশে,রে। বামা লম্ফ দিয়ে দক্ষ কোরে, খেপা পারা হাসে, রে! ॥ এলে খেলো চাচর চুল, তা দিয়েছে জবা ফুল ; নাশিছে দানব কুল, সুধায় হুকুন্ত্ৰ ভাসে, রে। সঙ্গে যত সৰুচৰী, এলো খেলো দিগম্বর ; কাটা মুণ্ড ভুণ্ডে করি, বেড়ায় পাশে পাশে, রে! ॥ o