পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 88 ) কমল-কহে কাজল বরণ, অভয় পদে যে লয় শরণ; কালীনামে কঁাপে শমন, ত্রাসে না যায় পাশে, রে ॥ ১২৩ ৷ রাগিণী চেত৷ গৌরী। তাল জলদ তেতালা । দুট নয়ন ভুলেছে । ও নিবিড় ঘন রূপে | যার যে মরম ব্যথা, সেই তা জানে গো ! না বুঝিয়ে লোকে চরচে। কুল শীল লাজ ভয়, কদাচ না মনে লয় ; মান অপমানে, তৃণাঞ্জলি দিয়েছে। কমলাকাস্তের চিত, সেই হোতে উন্মত্ত ; যে অবধি কাল রূপ, অস্তরে লেগেছে ॥ ১২৪ ৷৷ রাগিণী টোড়ি । তাল একতালা । করকাঞ্চি তোমার কটিতটে, গো শ্যামা ! একি অপরূপ, নয়নে হেরিলাম ॥ কতকৃগুলা নরমুণ্ড পরেছ গাথিয়ে, গো শ্যামা ! শবোপরে নাচ মা উলঙ্গ হৈয়ে । খসিল অম্বর ; বাম না সম্বর, কালি। পাগলী হোলি বটে ॥ চামর গঞ্জিয়ে, চাচর চিকুর মা ! ধরণী লম্বিত ধূলায় ধূসর । কমলাকাস্তের সভয় অস্তর, যাইতে জননী নিকটে ১২৫ ৷ রাগিণী ভেটিয়ারি। তাল খেম্টা। নব জলধর কায় । কালরূপ হেরিলে অাখি यूज़बू ॥ • কপালে সিন্মুর, কটিতে ঘুঙ্গুর, রতন নূপুর পায়। হাসিতে হাসিতে কত দানব দলিছে, রুধির লেগেছে গায় ॥