পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8? ) এমা সুখের ভাজন ধন পরিজন, মা ! ঐহিক বান্ধব যারা, গো ! । ওমা ! কমলাকাস্তের, যে দুঃখ অন্তর; মা বিনে জানিবে কারা, গো ! ॥ ১৩১ ৷ রাগিণী টোড়ি ভৈরবী । তাল একতালা । এখন আর করোনা তারা ! বঞ্চনা আমায় । নিকট হইল দ্যাখ! শমনেরি দায় ॥ যে, করিলে সেই ভাল, সয়েছিলাম সয়েছিল, এখন ভাবিতে হৈলো, দীনের কি উপায় ॥ না হৈলো শমন জয়, তাহাতে না করি ভয়, এই ভাবি নামের মহিমা পাছে যায় ৷ কমলাকাম্ভের দুঃখ, হইলে হাসিবে মুখ ; লোকে কবে শু্যাম সুখ, না দিলে ইহায় ॥ ১৩২ ৷৷ রাগিণী পরজ । তপল পঞ্চমসোয়ারি । আমার গো ওমা ! গতি কি হবে, তারা জানে, মা জানে ॥ তারা বিনে আর, ইহকালে পরকালে, আর যত কে জানে ॥ " আমিত নিপুণ অতি সাধনে, বিদিত জননীর দুটা ঐচরণে । • কতদিনে হবে ত্রাণ, কমলাকাস্তের এবোর ভব বন্ধনে ॥ ১৩৩ ৷ রাগিণী বেহাগ । তাল একতালা । কালি! কত জাগিয়ে ঘুমাও, গো । আমি কেমনে, তোমারে জাগাইব । তুমি হুমতি কুমতি, পুরুষ প্রকৃতি, তুমি শূন্য সঙ্গেতে মিশাও। কারে রাখ"তন্ত্র মন্ত্র আরাধনে, কারে ভ্রান্তি রূপেতে ভ্ৰমাও । কারে দেহমন্ত্র সাধনা মন্ত্রণা, করে যন্ত্রণ যোগাও । কমলাকান্ত নিতান্ত অনুগতে, নাম রসে বিরমাও ॥ ১৩৪ ৷