পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8w ) রাগিণী কালাংড়া । তাল ঢিমা তেতাল। • যার অন্তরে জাগিল ব্ৰহ্মময়ী, তার বাহ সাধন কিছুই নয় । অচিন্ত্য চিত্তিলে অন্য চিন্তা, আর কি মনে লয়। যেন কুমারী কন্যারি খেলা, নানাভাবে নানা হয় । তাদের স্বামীর সঙ্গে মিলন হোলে, সে সব খেলা কোথা রয় ॥ কি দিয়ে পুজিবে তারে, সেই সৰ্ব্ব তত্ত্বময় । দেখ ! নিগুণ কমলাকান্ত, র্তারেও করে গুণাশ্রয় ॥ రి রাগিণী পরজ। তাল জলদ তেতাল।। মা তারা ! আমার কি, এতদিনে হৃদি সরোজ প্রকাশিল । পতিত তনয়ে কি তোর মনে ছিল । ঐীচরণাম্বুজ হৃদয় অম্বুজ মাঝে, নিরখি তিমিরচয় দুরে গেল। মণিময় মন্দির মাঝে বিরাজে, শু্যামা নীলকান্ত জিনি তনু নিরমল । কমলাকাস্ত মনোহর রূপ হেরি, মানব জনম সফল হলো || ১৩৬ । রাগিণী পুরবী। তাল একতাল।। পাগলীর বেশে মোহিনী কে বিহরে, রে । বিবসনা সমরে, নর কর কোমরে, অসিবর বামকরে ধরে ৷ s ডিমিকী ডিমিকী ডমরু বাজে, হরহৃদি পরে শু্যামা বিরাজে, রণ সমাজে মাকরে লাজে, কুল রমণী বামা কে এলোরে। মৃদু মৃদু হাসে, চপলা প্রকাশে, কমলেরি আশ পুরে। ১৩৭ ৷৷ রাগিণী ভূপালী। তাল জলদ তেতালা ৷ অনুপমা রূপ অমুপ খামাতমু, হেরি নয়ন জুড়ায়, রে । সজল কাদম্বিনী জিনিয়ে কুন্তল, তার মাঝে ক্লামিনী সৌদামিনী খেলায় ।