পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( t , ) রামপ্রসাদিকুর । তাল একতালা ॥ মা ! কখন কি রঙ্গে থাক, শুীমা সুধা তরঙ্গিণী । তোমার মায়াজাল ভাল করাল, নৃকপাল মাল বিভূষণ। কতু লম্ফে বম্বে কম্ফে ধরা, অসিকরা করালিণী । কতু অঙ্গ ভঙ্গি অপাঙ্গে, অনঙ্গ ভঙ্গ দেয় জননী ॥ অচিন্ত্য অব্যয় রূপা, গুণাতীতা নারায়ণী । ত্ৰিগুণা ত্রিপুরা তারা, ভয়ঙ্কর কাল কামিণী ॥ সাধকের বাঞ্ছাপূর্ণ, কর নানা রূপ ধারিণী । কতু কমলের কমলে নাচ, পূৰ্ণব্ৰহ্ম সনাতনী ॥ ১৪১ ৷ রামপ্রসাদিসুর । তাল একতালা ॥ এই কথা আমারে বল। তোমার কেবা মদ কেবা ভাল। বিদ্যারূপে দিয়ে জ্ঞান, কারে কর পরিত্রাণ ; .কারে অবিদ্যা আবৃত কোরে, মোহ গৰ্ত্তে টেনে ফ্যাল ॥ জীব মাত্র শিব বটে, একথা অনেকে রটে ; ষে সদানন্দ তারে কেন, নিরানন্দ হতে হৈলে । কমলাকাস্তের কালি ! মনের কথা মায়ে বলি ; কারু মুখের উপর মুখ, কারু দুঃখে কেন জনম গ্যাল ॥ ১৪২ ৷ © রাগিণী ঝিকিটু খাম্বাজ। তাল জলদূতে তালা । শু্যাম মায়ের ভব-তরঙ্গ, কেমন কে জানে । @ আমি উজান্‌ উঠবো মন্ত্ৰ করি, কে পাছু পান টানে। কৌতুক দেখিব বলে মৃ মোর দিয়েছে ফেলে; এক বার ডুবি আর বা ভাসি, হাসি মনে মনে ।