পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १२ ) মন-বায়ু না হয় সখা, গুণ টানে কৰ্ম্মরেখা ; দাড়ধরে অনঙ্গ,তরঙ্গ অতি ঘোর ॥ ' ' _ - ধৰ্ম্মাধৰ্ম্ম বোঝাই করি, যতনে সাজালাম তরি, বদলে পাইব জ্ঞান, বানিজ্য কঠোর ॥ কমলাকাভের আর, কে আছে মা ! আপনার ; মা! তুমি হওগো কর্ণধার, কাট কৰ্ম্ম ডোর ॥ ১৪৬ ৷ * রাগিণী মুলতান । তাল তিওট ॥ জানি জানি গো জননি । যেমন পাষাণের মেয়ে । আমারই অস্তরে থাক মা, আমারে লুকায়ে। , প্রকাশি আপন মায়া, হুজিলে অনেক কায়া, বান্ধিলে নিগুৰ্ণ ছায়া, fত্রগুণ দিয়ে। কার প্রতি সুমতি, কুমতি হওমা কার প্রতি, আপনারো দোষ ঢাক, কারে দোষ দিয়ে ॥ " F. মা ! না করি নির্বাণে অাশ, নাচাহি স্বর্গাদি বাস, নিরখি চরণ দুটি হৃদয়ে রাখিয়ে । কমলাকাত্ত্বের এই, নিবেদন ব্রহ্মময়ি ! তাহে বিড়ম্বন কর, মা ! কিভাব ভাবিয়ে ॥ ১৪৭ ৷ রাগিণী গার ভৈরবী । তাল জলদতেতালা ॥ {} O আমার আর কবে এমন দিন হবে, গো জননি! ছুটি নয়নে হেরিব, তব শ্ৰীচরণ দুখানি। যেরূপ অন্তরে দেখি, দেখিবারে চায় জাখি ; পুরাও দেখি কামনা, . করুণা তবে জানি ॥ ... • কমলাকাস্তের আশা, ধৰ্ম্মধৰ্ম্ম কৰ্ম্মনাশা; তবে ঐনাথের ভাষা, ধন্য-কোরে মানি ॥ ১৪৮ ৷৷