পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ס8 ) রাগিণী গৌরী। তাল চিমাতেতালা। মা ! মোরে লয়ে চল ভবনদীপার ; গো তারা। জামি অতি অকৃতি অধম দুরাচার। সম্বল আছিল যার, অনায়াসে হৈলোপার ; কিছু ধন নাহিক আমার, যে নাবিকে দিব মা । প্রদোষ সময়ে, ধরম তরি বায় নেয়ে ; চেয়ে আছি চরণ তোমার, গো তারিণি ॥ অজ্ঞানে হয়েছি অন্ধ, পথে নানা প্রতিবন্ধ ; ভবসিন্ধু অনিবার, কিসে পার হবো মা ! । কমলাকান্ত নিতান্ত ভরসা মনে, তারা ! মোরে কৱিৰে নিস্তার ॥ ১৪৯ ৷ রাগ ভৈরে । তাল একতালা ॥ লিেছ শরণ, অভয়-চরণ, যা ইচ্ছা তাই কর মা এখন ! আগে করুণাময়ি! করুণাধনে, কৃপণতা কর এ আর কেমন ॥ w পেলে দেবাশ্রম, পরকালে হয়, মুখ মোক্ষ শিবে ! স্বর্গাদি গমন । কিন্তু তব কৃপায়, ইহকালে পায়, ভোগ মোক্ষ আর অণিমাদি ধন ৷ জীব নহে জন্য, সদা সচৈতন্য, ধন্য অগ্রগণ্য, বেদে নিরুপণ । ০ কিন্তু তব মায়া পাশে, বিজ্ঞান বিলাসে, মিছা ভ্রম আশে, ভ্ৰমি অকারণ ॥ ব্ৰহ্মাও কল্পনা কালে বিবসন, সচেতনে কর অতি অচেতন। কিন্তু কমলাকান্ত, হইলে ক্রান্ত, তব নামে রবে অযশ কথন । ১৫ । রাগিণী সোহিনী । তাল একতাল ॥ কেমন কোরে তরাবে তারা ! তুমি মাত্র একা । আমার অনেকগুলা বাণী, গো! তার নাইকো লেখা জোকা । ভেবেছ মোর ভক্তিবলে, লোয়ে যাবে বলে ছলে ; অভক্তের ভক্তি যেনো পেতুনীর হাতের শাখা। -