পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 0.8 ) নাম ব্ৰহ্ম বটে সার, সেওতে আমার অতি ভার ; মনের সঙ্গে রসনার, খাবার সময় দ্যাখা। কমলাকাস্তের কালি ! হৃদে বোস উপায় বলি; এ বিষয়ে উচিত হয়, চৌকি দিয়ে থাকা ॥ ১৫১ ৷ রাগিণী যোগিয়া। তাল জলদতেতাল ॥ কালী নামের কত গুণ, রসনা কি জানে। জানিলে মজিত কেন, ভ্রম রস পানে ॥ আর দাখ ত্ৰিলোচন, সদানন্দ সনাতন ; সদা সে মগন, শু্যামানাম গুণ গানে | কালীনামামৃত সুধা, না রাখে বিষয় সুধা ; নাশিয়ে সকল বাধা প্রেলয় প্রধানে ॥ தி রসনারযেমতমত, মন তাহে অনুগত অবোধে বুঝাব কত বুৰালে না মানে। কামাদি ছ জন অতি অনুকুল তার প্রতি, কমলাকাস্তের গতি, হইবে কেমনে ॥ ১৫২ ৷ রাগিণী ইমন। তাল জলদতেতালা । মা ! আমি কি করিলাম ভবে আসিয়ে। সফল মানব দেহ, বিফলে খোয়ালাম ॥ সবে মাত্র এই হলো, মিছে কাজে দিন গ্যালো; আপনি পাইলাম দুখ, জননীরে দিলাম। o শ্ৰীনাথ নিকটে নিধি, যদি মিলাইল বিধি ; পাইেয়ে পরম ধন, হেলায় হারালাম। নামের মহিমা রেখো, কমলাকাস্তেরে দেখো, অসময় নিকটে থেকে, এই নিবেদিলাম। ১৫৩ ॥ রাগিণী পরজ কালাংড়া। তাল জলদ তেতালা ॥ নাচগো শু্যামা ? আমার অস্তরে । ৭ সদানন্দময়ি নাচ । চিদানন্দ উপরে"। ස