(; , s ) রাগ ভৈরে । তাল একতালা ॥ জাননা রে মন | পরম কারণ, কালী কেবল মেয়ে নয়। মেঘের বরণ, করিয়ে ধারণ, কখন কখন পুরুষ হয়। হয়ে এলোকেশী, করে লোয়ে অসি , দনুজ তনয়ে, করে সভয় । কতু ব্ৰজপুরে আসি, বাজাইয়ে বঁাশী, ব্ৰজঙ্গনার মন হরিয়ে লয়। ত্ৰিগুণ ধারণ, করিয়ে কখন, করয়ে স্বজন পালন লয়। কতু আপনার মায়ায় আপনি বাধা, যতনে এভব যাতনা-সয় ॥ ষেরূপে যেজনা, করয়ে ভাবন ; সেরূপে তার, মানস রয় । কমলাকাস্তের হৃদি সরোবরে, কমল মাঝারে করে উদয় ॥ ১৫৭ ৷ রাগিণী ঝিঝিট । তাল একতালা ॥ ভাল ভাব ভেবেছ, রে মন! তোর ভাবের বলাই যাই । তোর ভাবে ভব-ভবানী, ভবনে বসে পাই ॥ ঐভাবে ভুলে থাকে, ভাবাস্তর হয়ে নাকে ; মন! ভাবিলে রে! ভবের ভাবনা কিছুই নাই । কমলাকাস্তের মন ! এত যদি তুমি জান রে ! তবে কেন আমারে বঞ্চনা কর ভাই ।। ১৫৮ ॥ রাগিণী খাম্বাজ । তাল একতাল।। আমার মনে কত হয়, মন ষে স্ববশ নয় । শ্রীচরণ-মুধাময়ে, স্থিরতা না রয় ॥ ঘটে না উপজে জ্ঞান, মিছা দেহ অভিমান ; তুমি কর কি নাকর ত্রাণ, শমনেরি ভয় ॥ " কমলাকাস্তের এই, ভাবনা গো ব্ৰহ্মময়ি ! ০ পাছে তোমায় ভুলে রুই, চরম সময়, গো! "১৫১ ৷
পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।