( ew ) রাগিণী বিকিটু। তাল জলদা তেতাল । মন রে। মরম দুঃখ কয়ো শু্যাম মারে । অঘট ঘটনা কেন, ঘটে বারে বারে ॥ আমি ভাবি নিজ হিত, হয় কেন বিপরীত ; পুরাকৃত কৰ্ম্ম বুঝি, দুরে গ্যালনা রে। তুমিত সুকৃতি বট, কোন কাজে নহ খাট ; সে কারণে শ্ৰীচরণে স পেছি তোমারে । কমলাকাস্তের আর, যাতায়াত কতু বার ; সাধিয়ে সুধায়ে সুখী, কর না আমারে। ১৬৩ ৷ রামপ্রসাদি সুর। তাল একতালা ॥ আমার মন্ ! ভাব ভোলারে । যা ইচ্ছা কর দিতে পারে। ত্রিপুরারি দয়াময়, কখন ভুলিবার নয় ; মন রে! পুরাকৃত পাপ যত, হর বিনে কে হরে ৷ শুন মন । দুরাচার, শিবনাম সারাৎসার ; দ্যাখে ব্ৰহ্মময়ী পরাৎপরা, জটারো ভিতরে } কমলাকান্ত বলে, পোড়্যে কালীর পদতলে ; মন্রে! স্বষ্টি স্থিতি প্রলয় কত্রী, ঘরণী যার ঘরে। ১৬৪ । রাগিণী ললিতযোগিয়া। তাল জলদ্র তেতাল
- > .
ভুলনা বিষয়ুভমে, মনরে! আমার । ঐদুর্গা অমৃত-বাণী, সদা কর সার ॥ ধন জন গৃহ জায়া, এসকল মিছা মায়া ; ভেবে দ্যাখ নিজ কায়, নহে আপলার" পেয়েছ পরম নিষ্টি, এসোনা যতনে সাধি ; কমলাকাত্ত্বেরে যদি, করিবে নিস্তার। ১৬৫ ৷