পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७३ ) কারে দিলে ইন্দ্রপদ, হেম হারমণি । কমলাকাস্তেরে দ্যাও, রাঙ্গাচরণ দুখানি ॥ ১৭৩ ৷ রাগিণী টোড়ী ভৈরবী। তাল জলদ তেতালা। যদি তারিণি তারো, ভজনশ্বিহীনে ॥ তুমি না তারিলে বল, তরিব কেমনে, মা ! ॥ কুপুত্র অনেক হয়, কুমাতা কখন নয়, বঞ্চনা উচিত হয়, কি অধীন । জনে, মা ! ॥ o কমলাকাস্তের প্রতি, কিঞ্চিত না হেয় যদি ; পতিতপাবনী নাম, রাখিবে কি গুণে, গো ! ॥ ১৭৪ ৷ রাগিণী পরজ বাহার। তাল পঞ্চম শোয়ারি। তারা! আমি কি করিব গো ! মন আমার হোলো না বশ, আশুতোষ প্রিয়ে। স্বভাব চঞ্চল ষার, তারে তুষিব কি দিয়ে। এই ছিল আশ, মন বশ করি রূপ হেরি। শ্ৰীচরণ স্থটি হৃদয়ে । রাখিয়ে, গো । কমলাকাস্তের আশা, না পুরিল জননি । জনম মোর, বৃথা গ্যালো গো! বহিয়ে । ১৭৫ ৷ রাগিণী খাম্বাজ। জলদ তেতালা। তাল ফেরত । जाबाब इन्ति देह नग्न मा । তোমার বুঝি ইচ্ছা নয়, গো । এদীন, ভবে মুক্ত হয়, নতুবা আমারে কেন বিড়ম্বন অতিশয় ॥ জলদ্ব তেতালা ॥ দিয়েছ দুখ, আর বায় দিবে, সয়েছি মা আর বার সবে; , , অকলঙ্ক তারা মামে, লোকে পাছে কিছু কয় একতালা। । শরীর সাধন, মিছা যতন, হয় পুরাতন আবার নূতন ; হোচ্ছে ৰাচ্ছে আবার আসছে, ভ্রান্তি মাত্র কিছুই নয়।