পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( جن ) ধরতর অসিবর বামকরে বৃত, ফুজুল ভাৱ কি কারণ লম্বিত ; পদ ভরে ধরাধর থর থর কম্পিত, অমরে আনন্দ বর বাচ, গো । শুভবর প্রার্থিত সুর নর মুনিগণে, দমুজতনয়কুল কম্পিত জীবনে ; কমলাকান্ত নিবেদন শ্ৰীচরণে, কাতর তনয়ে কালি ভুলেচ, গো ॥ ১১৩ ৷ রাগিণী সিন্ধু ভৈরবী। তাল জলদ তেতালা । ੇ আর কার তারানাম আছে, গো জননি । এমন নাম আর কার অাছে, গো বিপদনাশিনি ॥ আগমে শুনেছি নাম, পুরাও মনেরি কাম, পঞ্চমুখে পঞ্চনাম, জপেন শূলপাণি । মূলাধারে সহস্রারে, কমল বিরাজ করে, কমলাকাস্তেরই হৃদে, কমলবাসিণী ॥ ১১৪ ॥ রামপ্রসাদী সুর। তাল একতালা । দীন হীন অতি কাতর নিরাশ্রয়, আশ্রয় তব চরণান্ধুজ রজ। সংসার স্বজন লয় পালন কারিণী, শ্ৰীচরণে আশ্রিত যার হরিহর অজ ॥ o মম তনু অযুগত কৃত শত দুষ্কৃত, সে ভয়ে সভয় করে তপন তমুজ। কমলাকান্ত কাল ভয় চুরম্ন, পূরয় নিজদাস আশ মনসিজ ॥ ১১৫ । রাগিণী কেদার। তাল জলদ তেতালা ॥ কিঞ্চিৎ কৃপা অবলোকন কর কালি ! কালভয় হারিণি ॥ সুমসি গতিৰ্ম্মম ইহ সংসারে, সংসারার্ণবতারিণী, তারিণি ॥ কলিজ কলুছির ত্রিগুণহারিণী তারা, স্বজন পালন লয় কারণ . কারিণী। কমলাকান্ত হৃদয় তম নাশিনী, সৰ্ব্বদা সদানন্দ হদিচারিণী ॥ ১১৬ ॥ • -