( . ) রাগিণী বিবিট। তাল একতাল। তরণী মাৰি মেয়ে, রে! চল দেখে আসি গিয়ে । এভব তরঙ্গ দেখে কি কর বসিয়ে ॥ 韓 দশ মহাবিদ্যা রোয়েছে ম্বেরিয়ে । তার মাঝে বসে আমার শঙ্কর যোগিয়ে ॥ বাজিছে মৃদঙ্গ মাদল, তাতা থেয়ে থেয়ে । দেব সারি গায় কমল,অতুল ভাবিয়ে ॥ ১১৭ ৷ রাগিণী সরফরদা । তাল জলদ তেতাল। কলুষ নিবারয়, গো শুrামা ! ফিরে চাও নয়ন কোণে, ওগো হররমা ॥ দীন হীন কাতরে, কুরু কৃপা শঙ্করি, খলু ভবার্ণব তরি তব নাম ॥ হরবধু হর, তামস কমলের, এই মানস পূরয় মনোগত অতিశెtt | వbr | o - রাগ ভৈরে । তাল একতালা । বার বার মন এবার, শমনে ভয় কি আর, রে । একবার দিনে, যদি ভাব মনে, শু্যামাচরণ সার, রে ॥ জনমে জনমে হইয়ে দৈন্য, গতায়াতকের চরণ ভিন্ন ; যে দেখ অন্য সকল শূন্য, কেবল অন্ধকার, রে । কিবা নীচ জাতি কিবা দ্বিজরাজ, প্রকাশে সকল হৃদয় মাঝ ; জ্ঞান নয়নে, দেখে ৰেই জনে, সে ধরে ভূবন ভার, রে। ১১৯ ৷ কমলাকান্ত করে নিবেদন, কালীর তনয়ে কি করে শমন ; ভুলনা রে মন! অভয় চরণ, মিনতি রাখ আমার, রে ॥ ১১১ ৷৷ রাগিণী খটু। তাল জলদ ত্তোলা । कानी कानी बग्ने, काली कान् निवाबिगै। কালী জানে গতি তোর, রে মানসা। •
পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।