পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& স্রোত্ত সবেগে প্রবাহিত হইয়াছিল। ইহা দেখিয়া মহারাজা ও তৎসঙ্গী সাধারণে পরম চরিতার্থ হইয়াছিলেন। পরমভক্ত স্বগীয় নিলাম্বর, ভট্টাচাৰ্য্য মহাশয়কে মহাসিদ্ধ রামপ্রসাদ সেনের সঙ্গে সমান তুলনা করিয়া গিয়াছেন। র্তাহার কৃত নিম্ন লিখিত পদে ইহার স্পষ্ট প্রমাণ রছিয়াছে। রামপ্রসাদি স্থর। তাল একতালা । মায়ের প্রজা হও রে ! আসি । মায়ের সমভাব, নাই কমি বেসি ॥ রামপ্রসাদ এক পাট পেয়ে, মহন্ত্রাণ করেছে কাশী, কমলাকাস্তু ভেকু নিয়েছে, শ্যামা ভাবছেন বোলে, আবার কোথায় পাব কাণী ॥ নরেশচন্দ্র জোর করিয়ে, হরের ধন লয়ে শ্মশাণে আছে বসি । ভোলানাথের ভয় হয়েছে, নরেশচন্দ্র কল্পে আবার নুতন , কাশী। নিলাম্বর ভেকিয়ে ভেকিয়ে, মন করেছে উদাসী । যে ধনের প্রার্থনা করি, এর তিন জনে করেছে কসাকসি ।