পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 48 ) রাগিণী খাম্বাজ। তাল একতাল। মা ! গুণময়ি গুণময়, করুণামস্ত্রি করুণাময়, দীন দয়ামন্ত্রি দীন দয়াময় ॥ সদানন্দময়ি চিদানন্দময়, প্রেমমরি প্রেমময়, জ্ঞানময়ি জ্ঞানময়, কৃপামক্সি কৃপাময়। ত্ৰিজগতময়ি ত্ৰিজগতময়, ত্রিভুবনাশ্ররি ত্রিভুবনাশ্রয়, মুখময়ি সুখময়, ভুবন বিজয়িনি, ভুবন বিজয় । ● পরাব্রহ্মময়ি পরব্রহ্মময়, মনোময়ি মনোময়, কমলাকাঙ্ক কমল छ्फ़श्, প্রকাশয়, কুরু জ্ঞানারুণোদয় | Rod : রাগিণী অহং খাম্বাজ। তাল টিম তেতাল।। করুণাময়ি ! দীন অকিঞ্চনে বারেক হের, মা ॥ ভূমিত স্বশদ, মগনা মৃধানন্দে, কালীতনয় ত্ৰাসিত এভব বন্ধনে। আমি যে শুনেছি তব, পতিত পাবনী নাম, দয়াময়ী দীন তারণে। কমলাকাস্ত ক্রিয়াহীন পতিতে, ত্ৰাহি কৃপা অবলম্বনে, গো ॥ ২১০ ॥ রাগিণী সুরট। তাল জলদ তেতালা । করুণাময়ি কালি ! করুণাধন কোথা খুলে। দীন হীন দেখে, দয়াময়ি , দয়া পাশরিলে। পুরাণ সম্মত বত, কলিযুগ বর্ণন, যতনে করেছি আমি সব প্রতিপালন । কলিজয়ী কালীনাম, চরণে পরম ধাম, এযদি প্রমাণ তবে কেন কৃপা না করিলে ৷ Q পেয়েছি পরম ভয়, হৈয়েছি মা নিরাশ্রয় ; খেয়েছি বিষয় মধু, রয়েছি মা ভ্ৰমে ভুলে। কমলাকাস্তের গতি, বুঝিলাম কঠিন অতি ; পতিত পাবনি যদি, পতিতে নিদয় হৈলে ॥ ২১১ ॥ o