পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( t ) • রাগিণী রামকেলী। তাল একতাল । কালি ! কেনে করিলে একাল যন্ত্রণ, গো ! আশুতোষ জায়া, হইয়ে নিদয়া, পরিহরি করুণা ৷ প্রকৃতি পুরুষ তুমি গো আদি, সগুণাগুণ তুমি অনাদি ; তন্ত্র মন্ত্র ধ্যান যন্ত্র, তোমারি মন্ত্রণা ॥ বিষয় আশে মনসি ত্রাস, পরমালয় সুখ নিবাস ; দুখ বিনাশ মুখ । প্রকাশ, পূরয় বাসনা । কমলাকান্ত ওপদে নয়, তব সাধন না জানে মৰ্ম্ম ; ধৰ্ম্মাধৰ্ম্ম ঘটালে । কৰ্ম্ম, একি প্রবঞ্চনা। ২১২ ॥ রাগিণী পরজ কালাংড়া। তাল জলদ তেতালা । আনন্দময়ি! তার, গো সকরুণ নয়নে চাও, মা ! এতমু দহে বিষয়ানলে, তাপিত তনয়ে জুড়াও, গো ॥ ত্ৰিভূবন তারণ কারণ তারানাম, নিজগুণে পতিতে তরাও ৷ কমলাকান্তে ক্রিয়া বিহীনে আর, কেন মিছে ভ্রমণে ভ্ৰমাও ॥২১৩ রাগিণী ঝিকিট। তাল জলদ তেতাল।। কাল স্বপনে শঙ্করী মুখ হেরি কি আনন্দ আমার । হিম গিরি হে! জিনি অকলঙ্ক বিধু, বদন উমার। বসিয়ে আমার কোলে, দর্শনে চপলা খেলে ; অাধ জাধ মা বলে বচন সুধাধার। জাগিয়ে না হেরি তারে, প্রাণ রাখা তার । গিরিরাজ ॥ ভিখারী সে শূলপাণি, তারে দিয়ে নলিনী ; আর না কখন মনে, কর একবার। কেমন কঠিন বল হৃদয় তোমার। কমলাকান্তের বাণী, শুনহে শিখর মণি; বিলম্ব না কর আর, হে! গৌরী আনিবার। দুরে ধাবে সব দুঃখ, মনেরি আন্ধার। গিরিরাজা ২১৪