পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 4v. ) রাগিণী বাগেশ্বরী। তাল জলদ তেতাল । ৰল আমি কি করিব, কামিনী করিল নিদ্বারুণ বিধি, পরবশ পরের অধিনী ॥ আমার মন যাতনা কে জানিবে অন্যে, আপনার মনোদুঃখ আপনি সে জানি ॥ দিবানিশি বারে বার, কত না সাধিৰ আর, শুনিয়ে শুনে না গিরি শিখরমণি । উমার লাগিয়ে, আমার প্রাণ যেমন করে, কারে কব কেবা আছে দুখের দুঃখিনী ॥ সুখে থাকুনৃ গিরিরাজ, তাহার নাহিক কায ; আমিত ত্যজিব লাজ, শুন সজনি। কমলাকাস্তেরে লৈয়ে, বল গো কৈলাসে যেয়ে ; আপনি আনিব আমি, আপন নন্দিনী ॥ ২১৯ ॥ রাগিণী ললিত। তাল জলদ তেতালা । র্তারে কেমনে পাসরে রয়েছে, গো গিরিরাণি ! সেতো সামান্য মেয়ে নয় কণক প্রতিম | আমরা পরের নারী, র্তারে না দেখিলে মরি, তুমি দ্বার জননী । উায় উদরে ধরেছে। - দেখেছি দিয়েছে যারে, জটিল দিগম্বরে, তার কি ধন দেখিয়ে স্বরে, মেয়ে গেছে । পাষা শিধররাজ,তিলে না বাসয়ে লাজ ; তুমি সেই পাষাণ দিয়ে, হিয়ে বেঁধেছে। জনমে জনমে কত করেছে কঠিন ব্রত, অনেক যতনে গৌরী ধন পেয়েচে । কমলাকাস্তের বাণী, জাননা শিখররাণি, ত্ৰিলোক घननैौ, प्ठीव्रं अमनौ श्रघ्रग्छ्॥ २५० ॥