পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( دو ) • রাগিণী ভৈরবী। তাল জলদ তেতালা । কবে যাবে বল গিরিরাজ ! গৌরীরে আনিতে। ব্যাকুল হৈয়েছে প্রাণ, উমারে দেখিতে, হে ॥ গৌরী দিয়ে দিগম্বরে, আনন্দে রোয়েছে। ঘরে ; কি আছে তব অস্তরে, না পারি বুঝিতে। কামিনী করিল বিধি, ডেই হে তোমারে সাধি, নারীর জনম কেবল যন্ত্রণা সহিতে ॥ সতিনী সরল নহে, স্বামী সে শ্মশানে রহে, তুমি হে! পাষাণ তাহে না কর মনেতে। কমলাকাস্তের বাণী, শুন হে শিখরমণি ! কেমনে সহিবে এত, মায়ের প্রাণেতে ॥ ২২১ ॥ রাগিণী পরজ কালাংড়া। তাল জলদ তেতালা । বারে বারে কহ রাণি! গৌরী জানিবারে । জানত জামতার রীত, অশেষ প্রকারে । বরঞ্চ ত্যজিয়ে মণি, ক্ষণেক বাচয়ে ফণি ; ততোধিক শূলপাণি, ভাবে উমামারে। তিলে না দেখিলে মরে, সদা রাখে হৃদিপরে ; সে কেন পাঠাবে তারে, সরল অস্তরে । রাখি অমরের মান, হরের গরল পান ; দারুণ বিষের জালা, না সহে শরীরে। উমার অঙ্গের ছায়া, পীতল শঙ্কর কায়া ; সে অবধি শিৰ জায়া, বিচ্ছেদ না করে । অবল অলপ মতি, জান কার্যের গতি, যাৰ কিছু না কহিৰ দেব দিগম্বরে। কমলাকাস্তেরে কহ, তারে মোর সঙ্গে হে ; তার মা বটে মানায়ে যদি, আনিবারে পারে ॥ ২২২ ॥ , রাগিণী বিভাস। তাল টিমাতেতাল ॥ গিরিরাজ গমন কলি হরপুরে। হরিষে বিষাদে প্রমোদ প্রমাদে, ক্ষণে দ্রুত ক্ষণে চলে ধিরে।