পাতা:কমলাকান্ত - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪২
কমলাকাণ্ডের জোবানবন্দী।

 হাকিম। কেন?

 কমলা। কিরূপে আদয় করিবেন, সে বিষয়ে তাঁহাকে কিছু উপদেশ দিব।

 হাকিম। উপদেশের প্রয়োজন কি?

 কমলা। ইহলোকে ত আমার নিকট জরিমানা আদায়ের কোন সম্ভাবনা নাই—তিনি পরলোকে যাইতে প্রস্তুত কি না জিজ্ঞাসা করিব।

 হাকিম। জরিমানা না দিতে পার, কয়েদ যাইবে।

 কমলা। কত দিনের জন্য, ধর্ম্মাবতার?

 হাকিম। জরিমানা অনাদায়ে এক মাস কয়েদ।

 কমলা। দুই মাস হয় না?

 হাকিম। বেশী মিয়াদের ইচ্ছা কর কেন?

 কমলা। সময়টা কিছু মন্দ পড়িয়াছে— ব্রাহ্মণভোজনের নিমন্ত্রণ আর তেমন সুলভ নয়—জেলখানায় যাহাতে মাস দুই ব্রাহ্মণভোজনের নিমন্ত্রণ হয়, সে ব্যবস্থা যদি আপনি করেন, তবে গরীব ব্রাহ্মণ উদ্ধার পায়।

 এরূপ লোককে জরিমানা বা কয়েদ করিয়া