so. কমলে কামিনী দর্শন। । Ե'ձ বণিককুলেতে জন্ম বাণিজ্য ব্যবসা ধনপতি সদাগর তাহারি তনয় শ্ৰীেমন্ত আমার নাম বাস উজ্জয়িনী সিংহল পাঠনে বন্দী আছে পিতা মোর উদ্ধারিতে পিতৃদেবে করেছি গমন শুনি কর্ণধার মুখে স্ত্রীরাম স্থাপিত সেতুবন্ধ রামেশ্বর বিরাজেন হেথা পূজিয়ে মহেশ পদ যাইব সিংহলে পিতৃপদ দরশনে একান্ত বাসনা। বিভীষণ | বড় সন্তোষিলে বৎস । মধুর বচনে কহ, জননী কি তব আছে বিদ্যমান ? শ্ৰীমন্ত । খুল্লনা জননী মম জনম দুঃখিনী । আছে মৃত প্রায় হয়ে পতিতা ধরণী ॥ আর এক মাতা মোর জগত জননী । আদ্যশক্তি ভগবতী কৈলাস বাসিনী। মহাদেব। (বিস্মিত হইয়। ) শ্ৰীেমন্ত | অহো! কি মধুর বাণী শুনিম্ন শ্রবণে, বহু ভাগ্যে দেখিলাম উমার সন্তানে ? কহ বাপু সত্য কি তুমি তারিণী তনয়! প্রকাশি সন্তোষ কর তাপিত হৃদয় ॥ হে পিতঃ ! শুনেছি আমি জননী মুখেতে, আর এক মাতা আছে আচল দুহিতে, তার নাম আদ্যশক্তি ব্ৰহ্ম সনাতনী। জগন্মাতা জগদ্ধাত্রী তারা ত্রিনয়নী ॥
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।