পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"শ্রীমন্তের মশান গীতাভিনয় দুঃখহরা ভবদারা দুৰ্গতি নাশিনী। দুৰ্গমে ডাকিলে তারে রক্ষণ করেন তিনি। তাহারি আদেশে আমি পিতৃ অন্বেষণে । যাইতেছি যাত্রা করি তরী আরোহণে ॥ আশীৰ্ব্বাদ কর দাসে হে শিব শঙ্কর । বাঞ্ছাপূর্ণ হয় যেন সিংহলে সত্বর। মহাদেব। ধন্য ধন্য পুত্ৰ তুমি পাৰ্ব্বতী নন্দন। ধন্য তব তপবল ধন্যরে সাধন || বহু পুণ্যে লভিমুরে তোমা হেন নিধি। সুপ্রসন্ন ভাগ্য বলে মিলাইল বিধি ॥ যার পদ হৃদে রাখি না পাই ধ্যানেতে । ইন্দ্র চন্দ্র বিধি বিষ্ণু না পান জ্ঞানেতে | তিনি ভোরে অনুকুল কি ভাগ্যরে তোর | আয় বাপ আয় কোলে জুড়াই অন্তর || ( গীত ) সফল জনম জীবন আমার । ভাই দেখিলাম (রে ) তোমা হেন ভাগ্যধর কুমার। যিনি জগতের মাভা, তিনি হয়েছেন তোর মাত৷ জামি হোলেম রে ভোর পিতা, কি ভাগ্য রে তোর । ত্ৰিজগতে ভোর মত কার আছে কপাল জোর। ভুই নয়, সামান্য ধন (রে) জীবন ধন ভক্তি মূলাধার। যদি বহু পুণ্যফলে, পেলাম রে অকুলের কূলে, তবে একবার আয় কোলে ওরে কোলের ধন,