পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন। ده . যদি ভোর অঙ্গ পরশে (রে ) পাইরে দুর্গার চরণ, র্যর লাগী বিবাগি আমি ভেজেছি সংসার । শ্ৰীমন্ত। অসম্ভব বাক্য কেন কহ ত্রিপুরারী। পিতা তুমি পুত্র আমি ওপদ ভিখারী। ভক্তি হীন অভাজন আমি দয়াময় | পাবে কি পাতকী তব ওপদ আশ্রয় ॥ পূজ্যপদ তব পদ অসীম মহিমা । ভজন বিহীন আমি কি করিব সীমা ॥ মাতৃ পুণ্যবলে দেব পেলাম দর্শন। নৈলে কি নারকী পেতে ও রাঙ্গা চরণ II শুনেছি জননী মুখে তুমি মম পিতা। জগৎ জননী মাতা জগৎ পূজিত । বেদগমে শুনি পিতঃ তুমি সায়ী সার । তুমি শক্তি তুমি মুক্তি জীবন ত ,ার ॥ তোমার কৃপায় পায় জীবে মোক্ষধাম । ভাবিলে তোমার পদ পূরে মনস্কাম। নহে কোল যোগ্য তব পদাশ্রিত দাস । নিজগুণে নিগুণে পদ দাও কীৰ্ত্তিবাস। প্রণত হুই পদে কর আশীৰ্ব্বাদ । বাঞ্ছাপূর্ণ হয় যেন ঘোচে মন বিষাদ ॥ (পদধারণ ) মহাদেব। করিলাম আশীৰ্ব্বাদ যাওরে সিংহলে! 濕 পিতৃ পদ দরশন করিবে অনাসে।