পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

雛 - 紫 જ૨ শ্ৰীমস্তুের মশান গীতাভিনয় । শ্ৰীমন্ত । যে আজ্ঞা চলিলাম পিতঃ পিতৃ দরশনে। থাকে যেন মতি গতি তোমার চরণে | মহাদেব। লঙ্কানাথ ! বেলা অধিক হয়েছে, তুমি স্বস্থানে গমন কর, আমি ক্ষণকাল মন নিবেশ করে রামচরণ চিত্তনে নিযুক্ত হই । বিভীষণ । যে আজ্ঞা ? ( প্রস্থান ) চতুর্থ অঙ্ক। প্রথম গর্ভাঙ্ক । কালিদহ,—কমলবন । করি করে কমলে কামিনী আসীনা। (নাবিকগণ সহ ঐমত্তের প্রবেশ।) শ্ৰীেমন্ত । (কমলবন দেখিয়া স্বগতঃ) আ মরি মরি, কালিদহের কি আশ্চৰ্য্য শোভা ! শোভার সীমা নাই, শতদল সহস্রদল কুমুদ কালার প্রভৃতি সুরভি পুষ্প সকল বিকসিত হওয়ায়, কি অপূৰ্ব্ব শোভাই হোয়েছে, যেন ব্রহ্মার দ্বিতীয় মানস সরোবর, মন্দ মন্দ আনিলাঘাতে ঢল ঢল ধীর সলিল ভর তর কোচ্ছে, শত শত শতদল দলে দলে দুলছে, কালজলে যেন শত শশী ভাসমান, তরুণ তপন তাপে তাপিত কুমুদিনী যেন চন্দ্রকান্তমণির স্থায় শোভা ধারণ কোরে বিরাজ কোচ্ছে, (সহসা কমলে কামিনী দেখিয়া) আ মরি মরি, কি অরূপ রূপ দেখলেম ; 縱 - 张