কমলে কামিনী দর্শন । ... • సిగి এসে কামিনীকে দেখে সৰ্ব্বস্ব খোওয়ায়, যাক, এ সকল কথায় আর কায নাই । ( প্রকাশ্বে ) মহারাজ ! সদাগরি সম্বন্ধে মন্ত্রীকে কি জিজ্ঞাসা কছিলেন, আমি কি তা শুনৃতে পাইনে ? রাজা । কেন পাবেন ? তুমি তো এখানেই আছ, তুমি কি তা শোননি। - বয়স্য আজ্ঞা না, আমি অন্য মনস্ক ছিলেম। রাজা । তবে নিতান্তই শুনুবে, ছড়িবে না? বয়স্য । আজ্ঞা না, যখন ধরেছি, তখন ছাড় চিনে । রাজা । আচ্ছা ! তবে বলি শোন, আজ কাল সিংহলে সদাগরের যাতায়াত খুব কম হয়েছে, নাই বল্লেই হয় ! তাই মন্ত্রীকে বলছিলেম, শুনলে তো ? - বয়স্য। আজ্ঞা হা শুনেছি, বলি আমি একটা কথা কি জিজ্ঞাসা কোরব। 器。 রাজা । করন হানি কি ? বয়স্য । বলি আপনার ধনাগার তো খালি হয়নি ? রাজা । ( বিরক্ত হইয়া) ধনাগার খালি হবে কেন ? ওকিরূপ কথা হোলো? বয়স্য। মহারাজ ! রাগ কোৰ্ব্বেন না, আমি ভালই বলছি, খরচটা বিলক্ষণ আছে, উপায় না থাকলেই আমার মনে বড় কষ্ট হয়, সেই জন্যই দুকথা বলা । রাজা । কেন আমার কি উপায় নাই ? বয়স্য । আজ্ঞ উপায় আর কৈ ? বণিকের মাল বোঝাই কোরে নীেক আনুলেই তো আপনার উপায় হবে, তা যে একেবারেই বন্ধ । 蒸 》○
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।