s०२ শ্ৰীমন্তের মশান গীতাভিনয় । পিতৃনাম মাত্র জান, দেখ নাই কভু কিরূপে চিনিবে তুমি তোমার জনকে, শত জন বন্দী আছে মম কারাগারে কেমনে চিনিবে বল প্রকাশি আমায় । শ্ৰীমন্ত। মহারাজ ! দুর্গানামে চিনিয়া লইব পিতৃদেবে, ভগবতী চিনাইবে জনকে আমার । রাজা । বণিক নন্দন ! কি নাম কল্লে, আর একবার বল তো আমি ভাল করে শুনি । শ্ৰীেমন্ত । আজ্ঞা দুর্গা নাম । রাজা। কি দুর্গানাম ? (আশ্চৰ্য্য হইয়া স্বগতঃ) আহা কি মধুর নাম শুন লেম,শুনে জন্ম সফল হোলো,কৰ্ণ যুড়ালে,(প্রকাশে) বাপু হে ! এ নাম তুমি কোথায় পেলে, কে তোমাকে দিলে ? শ্ৰীেমন্ত | মার নিকট পেয়েছি, মা আমাকে দিয়েছেন। রাজা । ধন্য তোমার মা, তুমিও ধন্য, তোমাকে দেখে আমিও ধন্য হোলেম, আচ্ছ বাপু ! তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বল দেখি ? আসতে আসতে পথিমধ্যে কি কোন আশ্চৰ্য্য ঘটনা দেখেছ। বয়স্য। (স্বগতঃ) এইবার সেরেছে আরকি ? দুর্গ টুর্গ সবই মিছে, এইবার আসল কথায় হাত পড়েছে, মাথা খেলে আর কি ? (ক্রমন্তের প্রতি) ওহে বাপু দত্তের পো! সামূলে কথা কও, যেন ফেরে ফারে পোড়োনা । রাজা । কি হে বয়স্য ! সদাগরকে কি জিজ্ঞাসা কচ্ছ ? বয়স্য । আজ্ঞা না অন্য কিছু নয়, কোন নৌকায় কিকি । রত্ন,এনেছেন, তাই জিজ্ঞাস কচ্ছি। 鯊 —%
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।