পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিী দর্শন । 1 9\8 ל ; রাজা । (জীমন্তের প্রতি) বলি বণিক কুমার ! তোমায় | কি জিজ্ঞাসা কল্লেম না ? - শ্ৰীমন্ত। আজ্ঞা বলছি। বয়স্য । (ইঙ্গিতে ) খুব সাবধান ! শ্ৰীমন্ত । দেখিলাম কালিদহে শতদল মাঝে, শত সৌদামিনী জিনি ধনী বিরাজিছে । করে করি করী গ্রাসি উগারিছে পুনঃ, ভুবন-মোহন রূপ অতি নিরুপম । রাজা। (স্বগত) রমণীর রূপের কথা যে রূপ শুনূলেম, রমণীকে সামান্ত রমণী বলে জ্ঞান হচ্ছে না, রমণী রমণীর শিরোমণি হররমণী বলে বোধ হচ্ছে, নইলে অবনীতে বণিতে এমন কে আছে,যে করে করী ধারণ কোরে গ্রাস করে, নিশ্চয় সে বণিতে হর-বণিতে, আমারে ছলিতে কমলেতে এসে কমলে কামিনী রূপে আবির্ভাব হোয়েছেন, কিন্তু যতক্ষণ কামিনীকে না দেখছি ততক্ষণ আমার মনের ভ্রম কিছুতেই দূর হচ্ছেন, (প্রকাশ্যে) ওহে সদাগর । সত্য কি কামিনী করী ধরি গ্রাসিতেছে, অদ্ভুত ঘটনা এবে না হয় বিশ্বাস। শ্ৰীমন্ত । চল চল মহারাজ ! কালিদহ মাঝে, দেখাব তোমারে আমি কমলে কামিনী । নইলে লইব দণ্ড তব ইচ্ছা মতে । রাজা । কমলে কামিনী যদি না পার দেখাতে, কিবা দণ্ড লবে সাধু কর অঙ্গীকার কর পণ কিবা শান্তি লইবে হে তুমি। e 鯊 %