পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

燕 絮 কমলে কামিনী দর্শন। $ wo কোটাল। কেউরে বেটা সকৎ কোরকে নেহি বাঁধেগ, আবি দেখ, আচ্ছি কোরে তোমারা দোনো হাতকো কসকে কস কে বাধেগা। (সজোরে বন্ধন ) . শ্ৰীমন্ত। কোটাল ! বন্ধন জ্বালায় যে আমার প্রাণ যায়, হাত যে জ্বলে গেল, আমার বন্ধন খুলে দাও, খুলে দাও, তোমার দুটি পায়ে পড়ি, বন্ধন খুলে দাও, আর আমি যাতনা সন্থ করতে পাচ্ছিনে। আমি তোমার পায়ে পড়ি। (পদে হস্ত প্রদান ) t কোটাল। ছোড় দেও ছোড় দে বেটা, হামারা গোড়, ছোড় দেও, নেই তোমারা গোড় মে আচ্ছি তরে বাঁধেগ। ( পদে ঠেলিয়া দূরে নিক্ষেপ ) শ্ৰীমন্ত । কোটাল ! আমি অতিকাতর হোয়ে তোমার পায়ে ধর্লেম, তুমি আমাকে পা দিয়ে ঠেল্লে, তোমার দয়া হলোন, আমি যে কঠিন বন্ধন যাতনায় প্রাণে মরি, আমাকে দেখে কি তোমার দয়া হোলোনা, মায়া হোলোন, উঃ উঃ বন্ধন যাতনায় যে প্রাণ যায়, তৃষ্ণায় বুক শুকিয়ে উঠলে, চারিদিক অন্ধকার ময় দেখছি, কোটাল! তুমিতো আমাকে মশানে নিয়ে গিয়ে বধ কোর্বে, একটু অপেক্ষা কর, আমি মশানে যাবার সময় মাকে একবার ডেকে যাই । কোটাল। আচ্ছ জলতি তোমারা মায়িকে বোলা লেও | - শ্ৰীমন্ত । ওমা ব্রহ্মময়ি! বিপদের সময় কোথায় রইলে .মা ? বন্ধন যাতনায় যে প্রাণ যায় মা ? ওম! দুৰ্গতি নাশিনি! শ্ৰীমন্ত তোমার সন্তান, তোমার দাস, মা ! দাসের বুন্ধন