পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

辦器下 শ্ৰীমন্তের মশান গীতাভিনয় । طه د 慕 কেমন কোরে চক্ষে চেখছে মা ? ওমা দুঃখবিনাশিনি! দুৰ্গমে রক্ষা কোরে শেষে এই কল্পে মা ; ওমা অকুলের কূল দায়িনি অকুলের কূলে তুলে দিয়ে শেষে সামান্য হ্রদের জলে ডুবালে মা ? ওমী মহিষ মর্দিনি ! শেষে আমার কপালে এই হোলো ম? দুষ্ট কোটাল আমাকে বধ কৰ্বার জন্য আমাকে মশানে নিয়ে চল্লো ? ওমা শ্মশানবাসিনি ! তুমিতে মশানে শ্মশানে সৰ্ব্বত্রেই থাক, বধের সময় মশানে এসে দেখা দিও, যেন ভুলে থেকে না, ওমা ভবমোহিনি ! ভক্তকে ছেড়ে কোথায় আছ ? (গীত) কোথায় অtছ মা ভবমোহিনী । ভবভয় ভঞ্জিনী, পড়েছি ঘোর দায়, তাই ডাকি মা ভেীমায়, (আর আমার কেহ নাই মা) (তুমি বই আর কেহ নাই মা) এসে অভয় দাও ওমা অভয় দায়িনী ॥ দুরন্ত রাজ পিঙ্করে, ভোমার শ্ৰীমন্ত কিঙ্করে, করে বন্ধন করে করে, কৃপাময়ী কৃপা কোরে, রক্ষ করে। কুমারে, নইলে প্রাণ যায় গে৷ জননী । কোটাল। কেউরে বেটা, তোমারা মায়িকে তো বোলায়৷ হয়, আবি চল মশান মে চল। (প্ৰস্থান )