পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন । ১১৩:1 পদ্মা ! দেবি ! ইচ্ছা কোরে কেন বন্ধন যাতনা ভোগ করেন, চলুন না কেন, একবার মশানে যাওয়া যাক, তা | হোলেই শ্ৰীমন্তের সকল বন্ধন মোচন হবে । , ভগবতী। পদ্মা ! তবে আর বিলম্বে কাজ নাই, এখনি চল, রণ সজ্জায় সজ্জিত হোরে সিংহলে যাওয়া যাক, আজ আমি স্বয়ং রণরঙ্গিনী হোয়ে রণ রদে প্রবৃত্ত হবে, দেখবে রাজা শালিবাহন কত বড় বীর, কত বড় যোদ্ধ, সে যখন আমার শ্ৰীমন্তকে বন্ধন কোরেছে, তখন আজ তার আর কিছুতেই রক্ষা নাই, সে পাপাত্মা কি জানেন, যে আমি স্থষ্টি স্থিতি প্রলয়কারিণী, আমার নাম মহিষমমর্দিনী, দানবদলনী, অমিতবরণী, অসিধারিণী,—আমি কটাক্ষে ত্ৰৈলোক্য লয় করতে পারি, সে পামর তাকি শোনে নাই ? আজ তেত্রিশ কোটি দেবতা এসে যদি তার সহায়তা করে, যক্ষ, রক্ষ, নর কিন্নর, অন্সর এসে তার সাহায্য করে, আচল হিমাচল বিন্ধ্যাচল তার সম্মুখে এসে দাঁড়ায়, ভূত প্রেত ডাকিনী । যোগিনী তাল বেতাল ভৈরব এসে তারে রক্ষা করে, তুরঙ্গ মাতঙ্গ চতুরঙ্গ বিহঙ্গ এসেও যদি তার সহায়তা করে, তাহলেও আমার করে তাদেরও যমপুরে যেতে হবে ? দেখিব দেখিব আজি রাজা শালিবানে | বধি বধিব তারে সুতীক্ষ্ণ কৃপানে। প্রাণান্ত কোরে পাঠাবো কৃতান্তের পুরে। না রাখিব রাজ্য ধন দিব ছারে খারে। দুরন্ত কোটাল নাশি জুড়াবো জীবন। সেনা সেনাপতি রথী করিব নিধন ॥