পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

米 - * . . . ཨོ་ཏཱ་ কমলে কামিনী দর্শন । । ১১৭ . নারদ। (স্বগতঃ) আ মরি মরি, শ্ৰীমন্তের কি সাধন, তার মাতারই বা কি পুণ্যবল, পিতারই বা কি তপবল, অনায়াসে ভবহৃদি নিধিকে বাধ্য কোরেছে, ইন্দ্র চন্দ্র বিধি, নিরবধি যে চরণ চিন্তা করেন, সেই দুল্লভ অভয় চরণ অনায়াসে লাভ কোরেছে, হরের চিরধন বিরিঞ্চির ধনফে হৃদয়ের ধন কোরেছে, ভব বন্ধন বিনাশিনীকে ভক্তি বন্ধনে বন্ধন কোরেছে, আহা! শ্ৰীমন্তের কি বিশুদ্ধ ভক্তি, কি পবিত্র উপাসন, কলিকালে মানব কুলে এরূপ অমূল্য রত্ন উৎপন্ন হওয়া অসম্ভব যোগীগণে যোগাসনে আজীবন কাল আরাধনে সে ধনে প্রাপ্ত হনুন, যার নামের গুণে জীবগণে ভবতুফানে পরিত্রাণ পায়, দুরন্ত কৃতান্ত ভয় হোতে মুক্ত হয়, কঠোর জঠোর যন্ত্রণ হতে নিস্কৃতি পায়, অনন্ত যার অন্ত না পায়, ভব ভেবে যে পায় না পায়; মুনিগণে ধ্যানে না পায়, যার রাঙ্গা পায় জীবে মোক্ষ পায়, যিনি অনুপায়ের উপায়, }, র্তার সেই অভয় পায় স্থান পেয়েছে; আহা ঐমন্তের দেহ খানি ভক্তিতে মাখান, তাইতে মা তার একান্ত অনুগত, ( প্রকাশ্বে ) ওম! ব্রহ্মাণ্ড ভাণ্ডোদরি ব্ৰহ্মাণ্ডে এমন জীব কে আছে যে, আপনার বিপক্ষে অস্ত্র ধারণ কোরে, আপনিই তো সব, আপনা হোতেই তো সব উৎপত্তি, ওমা আদ্যাশক্তি আপনার শক্তিতেই তো সকলের শক্তি, ওমা বিশ্ব প্রসবিনি! বিধি বিষ্ণু বাসব আপনা হোতেই প্রসব, ওমা শিব মনোমোহিনি ! শিব শব হয়ে আপনার পদতলে পতিত, ওম অমরগণ বন্দিনি। আপনি অমরগণের অপ্রাপ্যধন, জগজ ননি! আপনি জগতের জীবন, জীবের জীবন নদ নদী রক্ষ, 嶺 - ورله