পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শ্রীমন্তের মশান গীতাভিনয়

পদাঘাত কোরে বাণিজ্যে গেল, কি স্পর্দ্ধা! ধনপতি নারীর অসার বাক্যে মুগ্ধ হোয়ে দেবীঘটে পদাঘাত করলে, অমূল্য ভক্তিরত্ন হারালে। তেমনি তার বাণিজ্যেও প্রমাদ ঘটেছে।

 পদ্মা। দেবি! কি প্রমাদ ঘটেছে, কৃপা করে আমার কৌতূহল তৃপ্ত করুন।

 ভগবতী। পাপাত্মা ধনপতি তরী আরোহণে শালিবাহন রাজার রাজ্যে বাণিজ্য কর্ত্তে যায়, দৈব বিড়ম্বনায় দুষ্ট এখন শালিবাহনের বন্দীশালে বন্দী আছে।

 পদ্মা। যেমন কর্ম্ম করেছে, তদনুযায়ী ফলও পেয়েছে, কিন্তু—

 ভগবতী। পদ্মা! কিন্তু বলে যে নিরব হলে, এর কারণ কি?

 পদ্মা। দেবি! কিন্তু বলে নিরব হবার কারণ অন্য আর কিছুই নয়, কেবল তোমার ভক্তা খুল্লনার জন্যে ভাবছি, খুল্লনা তো তোমা বই আর কিছুই জানেনা, শয়নে, স্বপনে, ভোজনে কেবল তোমারই পদ-চিন্তা কোরে থাকে, এমন ভক্তাকে পতি বিরহানলে, দগ্ধ হতে হবে তাই ভাবছি।

(গীত।)

(বল) কেমনে জীবনে সহিবে বিরহ জ্বালা।
অবলা সরলা বালা নাহি জানে কোন জালা॥
যিনিজন্মাবধি, পূজেন নিরবধি,
তার বাদী হবে কেমনে,
ওমা ত্রিনয়নে, বিষাদ তুফানে, কেন ভাষাবে কুলবালা।