পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

雛 - - 茨 ১২০ শ্ৰমন্তের মশান গীতাভিনয়। নামের পরিচয় দিব, জননি! আজ আমার সে সাধে বিষাদ ঘটলে, সে আশা নিরাশ ছোলো, ওমা মাগো ! তোমার বড় সাধের খ্ৰীমন্ত আজ জনমের মত বিদায় হয়, তোমার ঐচরণ দর্শনে বঞ্চিত হয়, মাগো ! তোমার প্রাণের শ্ৰীমন্ত আজ মর্তলোক ত্যাগ কোরে যম লোকে চল্লো, রাজ কিঙ্কর কাল কিঙ্কর স্বরূপ আমার শিয়রে দাড়িয়ে রয়েছে, এখনই আমার প্রাণ নাশ কোৰ্ব্বে, ( কোটালের প্রতি) ওরে কোটাল ! আমার মার আমি বই আর কেহই নাই, আমাকে বধ কোরোনা, আমি মার একমাত্র চক্ষু আমাকে বধ কোল্প ম। আমার অন্ধ হবেন, আমি মার জীবন আমার জীবন, গেলে মীর জীবন যাবে, আমি প্রাণে ব্যথা পেলে মা প্রাণে ব্যথা পাবেন, আমার জীবনে আঘাত লাগলে মার জীবনে আঘাত লাগবে, কোটাল রে! আমি বই আমার মাকে ম৷ বোলে ডাক তে সংসারে আর কেহই নাই, এক বিমাতা আছেন; তিনি সৰ্ব্বদাই তার প্রতি বিরূপ, সংসারে তার সুখের লেশ মাত্র নাই, সুখ যে কি তাও তিনি জানেন না, কেবল দুঃখই জানেন দুঃখ নিয়েই থাকেন, দুঃখই তার অঙ্গের ভূষণ, কষ্টই তার কণ্ঠহার, শোক তাপই র্তার গলার গজমতি, দিবানিশি কান্নাই তার সঙ্গিনী, পতি বিয়োগানলই মার আমার প্রাণের বন্ধু, এসকল নিয়েই তার সংসার এ ভিন্ন সংসারে আর কেহ নাই, কোটালরে! আমাকে বধ কোরে কেন আমার জন্ম দুঃখিনী মাকে শোকের উপর শোক দেবে, কোটাল ! আমাকে বধ কোরোনা, আমাকে ছেড়ে দেও আমি মীর কাছে যাই, ওমা শঙ্করি! এ সঙ্কট সময় কোথা আছ মা ? 鯊 編