পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন। $२¢ দেখবেন, এ পাপীর কথা শুনুবেন বোলে কি দর্শন শক্তি শ্ৰবণ শক্তি রোধ কোরেছ, তাতেই কি আমার দুর্দশ দেখছেন, আমার কথায় কর্ণপাৎ কচ্ছন, কোটাল একবার কৃপা কর, একবার কৃপা কোরে ছেড়ে দাও, আমি মার কাছে যাই, হায় হায় ভাগ্যে পিতার দর্শন হোলোনা। ( গীত ) ভাগ্যে হোলোনা হেলেন পিভার দর্শন। এই খেদ রছিল জনমের মতন। দুঃখিনী মা রইলেন আশাপথ চেয়ে, পিতা রইলেন কারাগারে বন্দী গেয়ে, আমি চলিলাম কৃতান্ত আলয়ে, না হোলে আমার বাসন পুরণ। অকুলের কূল দিয়ে ফুল দায়িনী, কুলে এনে আমার ডুবালে তরণী, স্বপনে না জানি শ্মশান বাসিনী, মশানে সন্তানে করিবেন নিধন ৷ কোটাল। ওজি রামসিং ওজি গঙ্গারামসিং! খাড়া হোকে ক্য দেখত হয়, আচ্ছিতরে দোমো আদমি উসকে পাকড়ে, জলতি জলতি কাম হাসিল করকে চলে। রামসিং বেশ বাৎ বোলাহয়, ওই কনেই আচ্ছ । শ্ৰীমন্ত । কোটাল ! তোমরা আর একটু অপেক্ষা কর, আমার আর এক মা আছে তারে একবার ডাকি । কোটাল। আচ্ছ জলতি জলতি বোলা লেও। 鯊 洲