পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ শ্ৰীমস্তের মশান গীতাভিনয় শ্ৰীমন্ত । (স্বগতঃ) ওম! দুর্গে ! এ দুঃসময় কোথায় রইলে ? ওমা বিপদভঞ্জিনি! একবার এসে বিপদে রক্ষা কর, ওমা দুৰ্গতিনাশিনী দুর্গে। জল যাত্রা কালে আমার জন্ম ঃখিনী মা যে তোমার হাতে আমাকে সুপে দিয়েছেন, তাকি মা তোমার মনে নাই, ওমা অভয়ে! তুমি যে মাকে অভয় দিয়েছিলে, তবে কেন মা এখন নিদয় হোলে ? ওম! দুর্গে ! আমি যে দুর্গা দুর্গ বোলে যাত্রা কোরেছি দুর্গা নামের ফল কি শেষে এই হোলো মা, ওমা কুল কুণ্ডলিনি। অকুলের কুলে এনে শেষে গোষ্পদের জলে ডুবালে মা, ওমা বিস্বজননি! ভীষণ ভীষণ বিপদ থেকে উদ্ধার কোরে শেষে পতঙ্গ দিয়ে প্রাণ নাশ করালে মা, ওমা জগজননি ! আমার অভাগিনী জননী যে তোমার প্রত্যহ পূজা করেন, দিবানিশি তোমার চরণ চিন্তা করেন, মুখে সদা সৰ্ব্বক্ষণ দুর্গ দুৰ্গা বোলে ডাকেন, তার পরিণাম কি এই হোলো, ওমা ব্ৰহ্মলনাতনি ! আমি তোমার সাহসে সাহসী হোয়ে ভীষণ পাথারে কাপ দিয়েছি, ওমা কৃপাময়ি ! তোমার কৃপাবল সম্বল কোরে বাড়ী হোতে বেরিয়েছি, ওমা তারা ত্রিনয়নি! আমি যে তোমার চরণ তরণী আশ্রয় কোরে তরণীতে চড়েছি, ওমা অন্নদে! আমার যা কিছু সাহস ভরসা বল সম্বল সবই তোমার অভয় পদ কমল। ওমা ত্রিলোক বন্দিনি ! আমি মার মুখে শুনেছি, তুমি আমার মা, আশুতোষ আমার বাপ, কীৰ্ত্তিক গণেশ আমার ভাই, লক্ষী সরস্বতী আমার ভগ্নী, তবে কেন মা আমার অকালে মৃত্যু হয়, ওমা মহামায় ! পিতা যার মৃত্যুঞ্জয়, মাত যার মৃত্যুঞ্জয়ী, তাদের সন্তানের মৃত্যু হোলে - ,%