- কমলে কামিনী দর্শন. : १२१ যে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ী নামে কলঙ্ক হবে, তাহোলে তো কেউ আর মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ী বলে ডাক বেনা, ওমা মৃত্যুঞ্জয় মনে মোহিনি। যদি আপনার মৃত্যুঞ্জয়ী নাম বজায় রাখতে ইচ্ছা থাকে, তাহোলে সন্তানকে মৃত্যুমুখ থেকে উদ্ধার কর, ওম ত্ৰিগুণ ধারিণি ! আমি মার মুখে তোমার নামের গুণ পদের গুণ শুনেছি, তোমার নামের গুণের সীমা নাই, পদের গুণের ও সীমা নাই, ওমা গুণ ধারিণি ! কৈ আমিতো তোমার কোন গুণই দেখছিনা, দুর্গমে রক্ষা কর বোলে তোমার নাম দুর্গা, ওমা মোক্ষদে ! তোমার নামে মোক্ষ, পদে মোক্ষ, জীবে তোমার নাম কোল্লেও মোক্ষ পায়, তোমার পদ ভাবনা কোল্পেও মোক্ষ পায়, ওম! দুর্গে ! তোমার একটা দুর্গ নামের গুণ কত, দুর্গা বোলে ডাকলে আর তার কোন ভয়ই থাকেন, দুর্গা নামে সকল দুঃখ দূরে যায়, সকল শোকের শান্তি হয়, সকল আশা পূর্ণ হয়, সকল কাৰ্য্য সিদ্ধ হয়, সকল ভয়, সকল চিন্তা নাশ হয়, সঙ্কট যায়, বিপদ যায়, জল অগ্নি কাল ভয় থাকেন, ভবে আসেন, ভবযন্ত্রণ সহেন, জঠোর যন্ত্রণ পায়ন, ভূত প্ৰেত পিশাচ ডাকিনী যোগিনী ভয় দেখাতে পারেন, রাক্ষসে মারেন, দানবে বধেন, দসু্যতে ছোয়না, দুগানাম ব্ৰহ্মঅস্ত্র যার কাছে আছে, সে ত্রিলোকের কাকেও ভয় করেন, অন্তরের সহিত নিরন্তর যে দুর্গানাম করমালা করে কোরে জপ করে, সে সকরে সুধাকরে ধরে, দিবাকরে বঁধে, রত্নাকরে সেঁচে, দুর্গানাম অক্ষয় কবচ ধারণ কোল্লে সে অক্ষয় অমর হয়। 聳 洲
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।