পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ জীমন্তের মশান গীতাভিনয় । , ( স্তব । ) মা তুমি ত্রিশূল ধরা ত্রিশূল-মোহিনী। ত্ৰিবিধ কলুষ হর ত্রিলোক তারিণী ? ত্রিসন্ধ্যা রূপিণী ধ্যান করে ত্রিপুরারি। ত্রিদেব বন্দিনী তারা ত্রিপুরা সুন্দরী ? মা তুমি ত্রিবেণী তীর্থ জাহ্লবী ত্রিধারা। ত্রিকোর্ট রূপিণী তুমি ত্রিসংসার সারা ? ত্ৰিগুণ ধারিণী তব স্বষ্টি ত্রিভুবন । ত্ৰৈলোক্য তারিণী ধ্যান করে ত্রিলোচন ? তিষ্ঠ সৰ্ব্বঘটে আশা তৃষ্ণ নিবারিণী । ত্রিজগৎ কত্রী ত্রাণ কত্রী ত্রিলোচনী ? শক্তি তুমি মুক্তি দাত্রী ভক্তি মূলাধার। দৃল্লভ জনম দূৰ্গা আমি ধূরাচার ? বণিক গৃহেতে জন্ম বৃথা গেল দিন । নাস্তি গুণ গৌরব অন্য গতি হীন ? ওম! দুর্গে গো! এ বিপদকালে তুমি কোথায় আছ মা ! (গীত) কোথায় দুর্গে তুর্গে গে বিপদ কালে । এদাসেরে রহিলে ভুলে । সদয় হয়ে নিদয় কেন, হওমা সন্তানে, কিদোণ করেছি মাগো তোমার চরণে, ( আমি জানিন। জানিনা ) ( তোমার চরণ বই আর) ( ভোমার রাঙা চরণ বই আর ) কি দোষে চরণে ঠেলিলে । o জীবন যায় ভায় নাই মা ক্ষতি, কিন্তু ভগবতী, -