কমলে কামিনী দর্শন ১২৯. } এই দুঃখ রহিল আমার অস্তুরেতে অতি, ( দেখা হোলোনা হোলোনা ) ( দুঃখিনী মার সনে ) ( আমার পিতার সনে ) (ওমা ভোমার মনে ) প্রাণ হারালাম এসে সিংহলে । কোটাল । তেরা মায়িকো তো বোলালিয়, তব আও তেরা শিৱ যোধা করে। শ্ৰীমন্ত। কোটাল! আর একটু অপেক্ষ কর আমি চক্ষু মুদ্রিত করে অন্তরে একবার মাকে ডাকি । কোটাল। আচ্ছ জল দি বোলা লেও। শ্ৰীমন্ত। আসবার সময় মা আমার কর্ণে দুর্গ নাম মহামন্ত্র প্রদান করেছিলেন, আর বলে দিয়েছিলেন, বৎস্য শ্ৰীমন্তরে! তুই বিপদে পড়লে মুখে কেবল দুর্গ দুর্গ বোলে ডাকিম, তাতে যদি তোর বিপদ না যায়, তাহোলে তুই চক্ষু মুদ্রিত কোরে আমার দত্ত এই মহামন্ত্র দুর্গ নাম জপ করি, তবেই তোর সকল বিপদ দূর হবে, তুই কোন বিপদেই পড় বিনে, আচ্ছ। আমি তোমার কথা মত কাৰ্য্য করুবই, তবে আর একবার কেন শঙ্করীকে ডেকে দেখিনা, ওমা শঙ্করি । এ সঙ্কট সময় তুমি কোথা আছ ম, ন, মা এলেন না; তবে আমি মার উপদেশ মত চক্ষু মুদ্রিত কোরে মহামন্ত্র ঐদুর্গ নাম জপ করি। (খ্ৰীমন্ত উপবিষ্ট হইয়া নয়ন মুদ্রিত করিয়া অন্তরে মহামন্ত্রীদুর্গ নাম জপ করিতে প্রবৃত্ত ঐমন্তের সন্মুখে কোটাল আমি নিষ্কৃতি করিয়া দণ্ডায়মান, পশ্চাতে রামসিং গঙ্গারামসিং দণ্ডায়মান ) কোটাল। কেউ রামসিং । এই বকৎ এক চোটলাগায়ে দেগ। 涤 瓶
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।