萧 *. জন্ম কমলে কামিনী দর্শন। ১৩১ অঞ্চলের অমূল্য নিধি, গুণের গুণমণি, বধিলে বাছারে, আমি দিব জীবন জীবনে ॥ ভগবতী। কোটালরে! আমি অতি দুঃখিনী দ্বিজরমণী আমার দুঃখের কথা শুনূলে যার পাষাণ হৃদয়,তারও দয়া হয়, ওরে কোটাল ! আমার পিতা যিনি তিনি অচল, ভার গতি | শক্তি নাই। একটি ভাই ছিল, অতি অল্প বয়সে সাগরের জলে ভুলে মরেছে। মাতুল ফুলে এমন কেহই নাই, যে দুদিন গিয়ে বাস করি, আমার স্বামী যিনি, তিনি তো পাগল তার মান অপমানের ভয়নাই, প্রাণেরও ভয় নাই, বিষখান, শ্মশানে থাকেন; গায়ে ভস্ম মাখেন, ওরে কোটাল ! আমার দুঃখের কথা আর বোলবো কি, অন্নাভাবে ক্ষুধায় মরি, বস্ত্রাভাবে দিগম্বরী, স্বামীর দশা তো এই, তাতে আবার একটা সতিন, সে স্বামীকে পাগল দেখে স্বামীর মাথায় চড়ে বসেছে, তার তরঙ্গ দেখে ভয়ে ঘরে না থাকতে পেরে পথে পথে বেড়াই, লক্ষী স্বরসতী দুটা কন্যা আছে সত্য, তাদের কাছে গিয়ে যে দশদিন থাকবে, তার যো নাই, তারা তিন দিনের বেশী থাকতে দেয়না, মেয়েদের দশাত এই, কাৰ্ত্তিক গণেশ দুটা ছেলে আছে, তাদেরতো কথাই নাই, কাৰ্ত্তিক তো ময়ূরে চড়ে চড়ে বেড়ান, আযে কি খেলে কি পৰ্বলে তা একবার চক্ষেও দেখেন, আর একটা ছেলে গণেশ তাকেতো নিতে পেয়ে গেছে, তার মুখ দেখলুে সকলেই বিমুখ হয়, হস্তী মুখ বোলে কেউ এাহও করেন, ছেলেদেরত এই দশা, আর আমার দশতো স্বচক্ষে দেখহ তেই পাচ্ছে, বাপ কোটাল! আমি অনেক দুঃখে, অনেক 鯊 鯊
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।