পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>\O3 . শ্রীমন্তের মশান গীতাভিনয় । { তুই নয়ন মুদে যারে ভাবতেছিলি ) ( দেখ দেখ ভারে নয়ন মেলি । ভগবতী। (স্বগতঃ) শ্ৰীমন্ত চক্ষু মিলে চাইবেকি মাতৃ দত্ত মহামন্ত্র দুর্গানাম ধান কত্তে কত্তে বাহিক জ্ঞান শূন্ত হয়ে পড়েছে, তাইতে আমার কথা শুনুতে পাচ্ছেন, আমি বীজমন্ত্র হরণ না কল্পে ক্রমন্তের চৈতন্য হবেনা, কাজেই আমাকে হরণ কত্তে হোলো। (চক্ষু মুদ্রিত করিয়া ক্ষণকাল অবস্থিতি ) শ্ৰীমন্ত । ( সচকিতে ) কে আমার ধ্যান ভঙ্গ কল্লে, কে আমার হৃদয় নিধি হৃদয় হতে হরণকরে নিলে, আমি যে ধ্যানে হৃদ পদ্মাসনে দশভুজ দুর্গার মোহিনী মূৰ্ত্তি দর্শন কচ্ছিলেম, হায় হায় কে এমন নিষ্ঠুর কাজ কল্পে । ভগবতী। বৎস শ্ৰীমন্ত ! তুমি যার ধ্যান কচ্ছিলে, তিনি তোমার সম্মুখে উপস্থিত, বাপ ! তুমি একবার চক্ষুমিলে দেখ । শ্ৰেীমন্ত । মা ! তুমি কি আমার দুর্গা মা এসেছ, তুমিই কি আমার কর বন্ধন খুলে দিয়ে প্রাণ বাচালে ? ভগবতী। বৎস্য ! আমিই তোমার দুর্গ মা, আমিই তোমার কর বন্ধন খুলে দিয়েছি । শ্ৰীমন্ত । (উখিত হইয়া কঁদিতে কাদিতে ) ওম! দুর্গে ! এত কোরে ছেলেকে কষ্টদিতে হয়ম ? মাগো ! আমি যে তোমাকে ডেকে ডেকে আধমরা হয়েছি, মা ! আমি মার মুখে শুনেছি, তুমি পাষাণীর মেয়ে তাইতে তুমি এত কঠিন ম! তুমি ম্বে পাষাণীর মেয়ে, গঙ্গাও তো সেই পাষাণীর 踪 %