পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন। bףס রামসিং । কেউ বুড্ডি ! তেরা বাৎসে মহারাজক হুকুম, হটায় দেগ, জলদি লেড় কাকো ছোড় দে নেইতো তোমার বি, শির যোধা করেগা, আরে বুডি ! মহারাজক হুকাম, ইস, কো শির যোধা কনেকে, হাম লোক কিস্তরে তোমকে লেড় ক্লাভিক, দেগা! . . . কোটাল। আউরে লেড়কী আবি তোমূরাশির যোধ৷ করে। (অসি উত্তোলন ) , । শ্ৰীমন্ত । কোটাল ! আরকি আমি তোদের অলিতে ভয় করি, আমি যে এখন অসিত বরণী অসি ধারিণীর কোলে বোসে আছি, এখন কাল এলেও তাকে ভয় করিনা, তুই একটা সামান্য রাজার জোরে জোর কোচ্ছিল, ওরে জ্ঞানান্ধ! আমি র্যার কোলে বোসে আছি, ইনি এই ত্রিলোকের রাজা, তেত্রিশকোটি দেবতা এর প্রজ, ইন্দ্র চন্দ্র বিধি বিষ্ণু প্রভৃতি দেবগণ এর আজ্ঞাকারী, ধনপতি কুবের ভাণ্ডারী, ত্ৰিজগতের রাজা এর পদানত, ওরে কোটাল ! আমি এই সৰ্ব্ব যজ্ঞেস্বরী রাজ রাজেশ্বরীর ছেলে, আমি কি আর অন্য কোন রাজাকে ভয় করি, না আমার কাছে আর কারো জোর খাটে, এখন আমি এই তেজময়ীর অঙ্গ স্পর্শে মহাতেজশ্বী এখন তোদের মত কোটাল যদি আমাকে কোটি কোটি জন কাটতে আসে, তাহোলে কটাক্ষে সকলকে নাশ কোতে পারি। কোটাল ! আর কি আমি তোদের রাজাকে ভয় করি । ( গীত ) আরকি ভয় করিরে কোটাল তোদের সামান্য রাজারে। যখন মা অভয় দায়িনী অভয় দিলেন আমারে। • 棠 莱