কমলে কামিনী দর্শন। ১৪৩ 1 : নাহিক নিস্তার, করিব সংহার, দেখ তারা ত্রিনয়নে | ২য় যোগিনী। কি চিন্তা কি ভয়, শক্র পরাজয়, করিব আজি সমরে । তুষিব শৃগালে, গৃধিনী সকলে, বিনাশি দূষ্ট রাজারে। (সৈন্য সহ শালিবাহনের প্রবেশ ) শালিবাহন। (সক্রোধে) কোটাল! কৈ কৈ সে বুদ্ধ ব্রাহ্মণী, শীঘ্ৰ দেখিয়ে দে, আজ আমি ভার নিষ্ঠুরতার চূড়ান্ত শাস্তি দিব, সে একটা সামান্য প্রাচীন রমণী হোয়ে কিনা আমার অনুচর দের অপমান কোরেছে, কি লজ্জ্বার কথা, সে পাপিনী কি জানেন, আমি সিংহলের রাজা, আমার নাম শালিবাহন আমার বাণ অব্যৰ্থ বাণ, আমি মনে কল্পে গিৰ্ব্বাণের বাণ ব্যর্থ করতে পারি, আমার রাজ্যে এসে আমার উপর অত্যাচার, শীঘ্ৰ দেখিয়ে দে, আমি আমার এই দক্ষিণ হস্ত স্থিত সুতীক্ষ্ণ কৃপানে তার শিরচ্ছেদন কোরে প্রজ্বলিত ক্রোধানল নিৰ্ব্বাণ করি, না, আর বিলম্ব সন্থ হয়না, শীঘ্র দেখিয়ে দে । কোটাল। মহারাজ ! হুজুর! আপকো দেখ, কর বুড্ডি কিধার ভাগ গেই। শালিবাহন । শুনিবনা ও বচন দেখাও সত্বরে। নহিলে নাশিব তোরে অগির প্রহারে ? একি অসম্ভব বাক্য ভেকে ফণিগ্রাসে | মাতঙ্গ শঙ্কিত হয় পতঙ্গের ত্রাশে ? o
- - לאני